Ajker Patrika

এসআরপির সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৯: ৩৮
এসআরপির সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুরে রক্তদাতা সংগঠন এসআরপির সঙ্গে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। সভায় জেলা প্রশাসক সংগঠনটির যৌক্তিক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন রক্তদাতা সংগঠন এসআরপির সাধারণ সম্পাদক আজমল হুদা নিঝুম, সহসভাপতি আবু সাইদ, সদস্য শাহরিয়ার আমিন সাগর, মাইনুল শুভ প্রমুখ।

রক্তদাতা সংগঠন এসআরপির সাধারণ সম্পাদক আজমল হুদা নিঝুম বলেন, পিরোজপুর সুযোগ্য জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন মহোদয়ের অনুপ্রেরণায় ২০১৯ সালে সম্পূর্ণ নতুন ভাবে এসআরপির রক্তদাতা সংগঠনের কার্যক্রম চালু করি। করোনাকালীন সময়ে যখন রোগীদের জন্য রক্ত পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই জেলা প্রশাসক মহোদয়ের অনুপ্রেরণায় নতুন ভাবে এসআরপির রক্তদাতা সংগঠনের কার্যক্রম চালু করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত