Ajker Patrika

‘নির্বিচারে পাহাড় কেটে নিজেরাই বিপদ আনছি’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
‘নির্বিচারে পাহাড় কেটে নিজেরাই বিপদ আনছি’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, এক সময় পাহাড়ে প্রচুর গাছ ছিল। কিন্তু নগরায়ণের নানা যুক্তি দেখিয়ে পাহাড় ও গাছপালা কাটছে অনেকে। সেই গাছ ও পাহাড় ধ্বংসের কারণে নিজেদের বিপদ নিজেরাই নিয়ে আসছি। গতকাল রোববার সকালে বান্দরবান অরুণ সারকী টাউন হলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী বলেন, ‘এক সময় পাহাড়ে প্রচুর গাছ থাকায় প্রখর রোদে সেই গাছের ছায়ায় আশ্রয় নেওয়া যেত। সেই গাছের অক্সিজেন গ্রহণ করতাম আর সেই গাছের ধরে রাখা পানি পান করতাম। গাছের পানি জলীয় বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘের সৃষ্টি করত, তাতেই বৃষ্টি হতো। আজ পাহাড়ে গাছ নাই, ছায়া নাই আর ঝিরিতে পানিও নেই। পরিবেশে হাত দেওয়ার কারণে মাটিতে পানিও নেই। এতে করে আমরা চরম সংকটের মধ্যে রয়েছি। আমাদের বেঁচে থাকার জন্য পাহাড় যেমন রক্ষা করতে হবে, তেমনি পাহাড়ে থাকা গাছকেও নির্বিচারে না কেটে, পরিকল্পিতভাবে কাটতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে আমাদের সবুজ-পরিবেশ সমৃদ্ধ হবে, আমাদের অক্সিজেনের চাহিদা মিটবে।

বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বিভাগীয় বন কর্মকর্তা হক মাহাবুব হোসেন, লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল, নেজারত ডেপুটি কালেক্টর মাসুদুর রহমান রুবেল, ইউএনডিপি বান্দরবানের ম্যানেজার খুশি রায় ত্রিপুরাসহ বিভিন্ন মৌজার হেডম্যান কারবারি ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত