Ajker Patrika

শুক্রবারও নিষ্প্রাণ বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শুক্রবারও নিষ্প্রাণ বাণিজ্য মেলা

মেয়ে, নাতি, নাতনিকে নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন নগরীর আতুরার ডিপো এলাকার বাসিন্দা রেজাউল হক। ঘুরে দেখার পাশাপাশি মেলা থেকে বাসার জন্য কিছু কেনাকাটা করবেন। তাই সময় হাতে নিয়ে গতকাল শুক্রবার বেলা ৩টায় হাজির হন আউটার স্টেডিয়াম মাঠে। কিন্তু মেলায় প্রবেশ করেই তিনি হতাশ হন। ভেতরে ঢুকে দেখেন, মেলা এখনো পুরোপুরি শুরু হয়নি। স্টল তৈরির কাজ এখনো চলছে।

রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘১০ অক্টোবর বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। সেই অনুযায়ী আজ (গতকাল) ছুটির দিন মেলা জমে ওঠার কথা। ওই ভাবনা থেকে মেলায় এসেছি। এখানে এসে দেখি, মেলার কোনো আমেজই নেই। অধিকাংশ স্টল এখনো প্রস্তুত হয়নি। শুধু শুধু এলাম।’

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে আউটার স্টেডিয়াম মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ১০ অক্টোবর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করেন। এরপর ৫ দিন পার হলেও এখনো মেলা শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

গতকাল বিকেল ৪টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায়, এখনো অন্তত ৭০ শতাংশের বেশি স্টল প্রস্তুত হয়নি। কিছু স্টল প্রস্তুত হলেও দোকানিরা এসব দোকানে এখনো মালপত্র খুব একটা তোলেননি। মেলার প্রবেশমূল্য ১০ টাকা রাখা হলেও পুরোপুরি শুরু না হওয়ায় প্রবেশ ফি আদায় বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে স্টলগুলো পুরোপুরি প্রস্তুত না হলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীরা মেলায় আসছেন। তবে যাঁরা আসছেন, তাঁদের অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

আকবর শাহ হাউজিং সোসাইটি থেকে পরিবার নিয়ে মেলায় আসেন শাহরিয়ার মাহবুব। ক্ষোভ প্রকাশ করে মাহবুব বলেন, ‘ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করতে মেলায় এলাম। কিন্তু এসে দেখছি, মেলায় কিছুই নেই।’

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সচিব জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার মেলায় ২০০টি স্টল ও চারটি প্যাভিলিয়ন থাকবে। এগুলোর মধ্যে চারটি প্যাভিলিয়ন ও ১৫০টির মতো স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পতেঙ্গা র‍্যাব-৭ মাঠে একটি মেলা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত