Ajker Patrika

৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ভুক্তভোগীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২২, ১১: ৫৭
৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ভুক্তভোগীদের

খিলগাঁও তালতলা এলাকায় পাঁচ হাজার গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের একটি সমবায় সমিতির বিরুদ্ধে। টাকার দাবিতে সমিতির গ্রাহকেরা গতকাল বুধবার সমিতির মালিক আলাউদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গতকাল বুধবার বনশ্রী-মেরাদিয়া বাজারসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে টাকা আদায়ের জন্য রামপুরা থানার সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। তবে পুলিশের চেষ্টায় রাস্তা অবরোধ করতে পারেননি গ্রাহকেরা। অভিযোগ উঠেছে, গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করলেও তাঁদের টাকা ফেরত দিচ্ছেন না আলাউদ্দিন। খিলগাঁওয়ের তালতলা এলাকায় সমিতিটির প্রধান কার্যালয়। রামপুরা থানা সূত্রে জানা গেছে, গৃহকর্মী, গার্মেন্টসের কর্মী, রিকশাচালক, চা দোকানিসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষকে অধিক মুনাফা দেওয়ার আশ্বাসে সমিতিতে লাখ লাখ টাকা জমা রাখেন আলাউদ্দিন।

তালতলা মার্কেটের সামনে ভ্রাম্যমাণ চায়ের দোকানি ফাতেমা বেগম বলেন, ২২ বছর ধরে এই প্রতিষ্ঠান মানুষের বিশ্বাস অর্জন করে বেশি লাভের লোভ দেখিয়ে টাকা জমা নিত। লাখ লাখ টাকা ডিপিএসের নামে জমা নিয়েছে। কিন্তু টাকা দিচ্ছে না।

রোকসানা নামের আরেক ভুক্তভোগী বলেন, ‘সমিতির মালিক আলাউদ্দিন ছয় মাস ধরে ঠিকমতো টাকা দিচ্ছিলেন না। আমার পরিবারের ৮ জন মিলে ২০ লাখ টাকা ডিপিএসে জমা রেখেছি। রক্ত পানি করা টাকা জমা করে এখন আমরা পথে বসে গেছি।’ এ ঘটনায় ১০ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ ও ভুক্তভোগীরা রয়েছেন। গ্রিন বোর্ড মাল্টিপারপাস কো-অপারেটিভের সম্পত্তি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সমিতির মালিক পালিয়ে যাবেন এমন তথ্যে সবাই টাকা ফেরত চাইছেন। মালিক আলাউদ্দিন হোসেনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত