Ajker Patrika

‘একদিন তাসকিনের গল্প বলবে সবাই’

ওমর ফারুক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১: ৪৫
‘একদিন তাসকিনের গল্প বলবে সবাই’

সকাল থেকেই সংবাদকর্মীদের ভিড় তাসকিন আহমেদের মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসাতে। গত পরশু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশের ইতিহাস গড়া সিরিজ জয়ে যে দুর্দান্ত বোলিং করেছেন এই পেসার, দেশের ক্রিকেটপ্রেমীদের মুখে এখন ‘তাসকিন-তাসকিন’ রব।

গতকাল দুপুরে তাসকিনদের বাসায় যেতেই তাঁর বাবা আব্দুর রশিদ ও মা সাবিনা ইয়াসমিন জানালেন, গত পরশুর (বুধবার) রাতটা ‘স্পেশাল’ রাত হয়ে ধরা দিয়েছে তাঁদের পরিবারের কাছে। তাসকিনের চার বছরের পুত্র তাসফিন আহমেদ বাবার একেকটা উইকেট নিতে দেখে ‘আলহামদুলিল্লাহ’ বলে শুধু চিৎকার করেছে। বাসাটা যেন রূপ নিয়েছিল এক খণ্ড উৎসবের মঞ্চে।

তাসকিন বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন, সিরিজ-সেরা হচ্ছেন—মা সাবিনা ইয়াসমিনের চোখেমুখে আনন্দের হাসি। আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আমি চাই আমার সন্তান বাংলাদেশের হয়ে এমন আরও ভালো ভালো পারফরম্যান্স উপহার দিক। মা হিসেবে এর চেয়ে বেশি গর্বের আর কিছুই নেই।’

আইপিএল ভীষণ পছন্দ করেন সাবিনা ইয়াসমিন। তাঁর আশা ছিল, একদিন তাসকিনও খেলবেন এই টুর্নামেন্ট। সুযোগটা এসেও গিয়েছিল, কিন্তু জাতীয় দলের স্বার্থে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ পেসার। শুরুতে কিছুটা আফসোস হলেও তাসকিনের পরিবারের সেটা দূর হতেও সময় লাগেনি। তবে সাবিনা ইয়াসমিন মনে করেন, ধারাবাহিক ভালো খেললে এমন আরও সুযোগ আসবে সামনে।

২০১৭ সালের পর প্রায় চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। চোট, ছন্দ হারিয়ে ফেলা, অগোছালো জীবনযাপনে বড় ছন্দপতনই হয়েছিল তাঁর। সেই তাসকিন যেভাবে ফিরে এসেছেন, সেটা এরই মধ্যে অনুকরণীয় গল্প হয়ে গেছে অনেকের কাছে। নিজেকে ফিরে পেতে তাসকিন কতটা পরিশ্রম করেছেন, গতকাল বাবা আব্দুর রশিদ সেটি খুলেই বললেন, ‘সারা দেশে যখন লকডাউন, তখন তাসকিন ট্রেনার দেবাশীষের (ঘোষ) সঙ্গে জিমে ট্রেনিং করেছে। বাসার নিচে বোলিং অনুশীলন করেছে। একটা সময় সে পাশেই বালুর মাঠে গিয়ে আরও বেশি পরিশ্রম করেছে। নিজের বোলিংয়ের ভিডিওগুলো সুজন (খালেদ মাহমুদ সুজন) ভাইকে পাঠাত। তিনি কৌশল বলে দিতেন। সাবিত রায়হানের সঙ্গে মেন্টাল হেলথ নিয়েও কাজ করেছে অনেক। এখন তারই ফল পাচ্ছে।’

ছেলেকে নিয়ে বাবার এখন একটাই স্বপ্ন—বিশ্বসেরা পেসারদের একজন হয়ে উঠবেন তাসকিন। রশিদ স্বপ্নাতুর চোখে বললেন, ‘স্বপ্ন দেখি, একদিন ওয়াসিম আকরাম-শোয়েব আখতারদের মতো তাসকিনের গল্প বলবে সবাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত