Ajker Patrika

সড়কে গর্ত, ভোগান্তি

মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২: ০৯
সড়কে গর্ত, ভোগান্তি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লালনবাজার থেকে পান্টি বাজার গোলাবাড়ী মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়ক বেহাল। খানাখন্দে ভরা সড়কের অনেক জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও উঠে গেছে পিচ। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে গর্তে। আবার রোদ হলে ধুলাবালুর কারণে চোখ-মুখ বন্ধ করে চলাচল করতে হয়। সব মিলে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

গতকাল শনিবার সকালে সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের বেশ কিছু জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সেখানে বৃষ্টির পানি জমে আছে। কোথাও কোথাও উঠে গেছে কার্পেটিং ও পিচের ঢালাই। তবুও জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

নাম প্রকাশ না করার শর্তে চাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য বলেন, ‘ভাঙা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, ‘প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। এখন টেন্ডারের অপেক্ষায়। আশা করছি খুব দ্রুতই মানুষের ভোগান্তি দুর হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত