Ajker Patrika

জাজিরায় জমি লিখে না দেওয়ায় মাকে হত্যা

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮: ২১
জাজিরায় জমি লিখে না দেওয়ায় মাকে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি লিখে না দেওয়ায় মাকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেছেন ছেলে মো. হাবিবুর রহমান (৪৮)। গতকাল শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছেলে। জবানবন্দিতে তিনি মাকে হত্যার কথা স্বীকার করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বরে সকালে এই হত্যাকাণ্ড ঘটে। পরের দিন সকালে বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় ফুলজান বিবির (৮২) লাশ উদ্ধার করে পুলিশ। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। গত ১২ ডিসেম্বর এটি মামলায় রুজু হয়।

মামলা তদন্তের একপর্যায়ে শুক্রবার নিহত ফুলজান বিবির ছেলে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে সোপর্দ করা হয়।

ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মো. হাবিবুর রহমান। এ সময় জমি লিখে না দেওয়ায় মাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেন। তবে হত্যার ঘটনা ধামাচাপা দিতে লাশ আম গাছে রশি দিয়ে ঝুলিয়ে রাখেন তিনি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘মামলা তদন্ত করতে হত্যাকাণ্ডের সঙ্গে ছেলের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। তখন ছেলে হাবিবকে আটক করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত