Ajker Patrika

নির্বাচন অফিসে রেকর্ড আবেদন নিষ্পত্তি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ৫৯
নির্বাচন অফিসে রেকর্ড আবেদন নিষ্পত্তি

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাচন অফিসে রেকর্ড সংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে আইডি কার্ড সংশোধন, নতুন ভোটার, ভোটার স্থানান্তর ও আইডি কার্ড রিইস্যু সংক্রান্ত এই আবেদনগুলো নিষ্পত্তি করা হয়।

নির্বাচন কমিশনের সার্ভার পর্যালোচনা করে দেখা যায়, সবশেষ দুই মাসে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয় ৭৭৪টি এবং নতুন এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে ৪৫৬টি।

অন্যদিকে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ৩ হাজার ৩৮৯টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয় এবং রিজেক্ট করা হয় ৭৫টির সংশোধন আবেদন। আর ২০২০ সালের অক্টোবর মাস থেকে ভোটার স্থানান্তর আবেদন নিষ্পত্তি করা হয় ৪ হাজার ৭০২ টি।

এ ছাড়া জীবিত ব্যক্তিকে ভুলবশত নির্বাচন কমিশনের সার্ভারে মৃত দেখানো হচ্ছিল। গত এক মাসে এই রকম স্ট্যাটাস পরিবর্তন আবেদন নিষ্পত্তি করা হয় ২৪টি।

সবশেষ গত দেড় বছরে ২ হাজার ৪৭০টি এনআইডি কার্ড রিইস্যু আবেদন নিষ্পত্তি করা হয়। আর সার্ভারের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এনআইডি কার্ড রিইস্যু আবেদন নিষ্পত্তি করা হয় ৪ হাজার ৮৮৯ টি।

এ ছাড়া গত দেড় বছরে নতুন ভোটার করা হয় ১ হাজার ৭৮৯ জনকে, যারা প্রবাসে থাকায় এবং বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি, তাঁদের অনেকেই ভোটার হয়েছেন এই দফায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান জানান, তিনি ২০১৭ সালের নভেম্বর মাসে উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে নিয়মিত তিনি আবেদনগুলো পর্যালোচনা করে নিষ্পত্তি করার চেষ্টা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত