Ajker Patrika

লাউ চাষে লাভবান কৃষক বাড়ছে বাণিজ্যিক আবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৪
লাউ চাষে লাভবান কৃষক  বাড়ছে বাণিজ্যিক আবাদ

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ১৪টি ইউনিয়নে লাউ এর আবাদ দিন দিন বাড়ছে। সেখানে বাড়ির আঙিনায় মাচা পদ্ধতিতে লাউ চাষ করছেন অনেক গৃহিণী। এ ছাড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য জমিতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাড়ির আঙিনায় ও রাস্তার পাশেও লাউ চাষ করা হয়েছে। সেই সব গাছে এখন লাউ ধরেছে। অনেকেই শাকের জন্য লাউ গাছ রোপণ করেছেন। প্রতিদিন সেসব গাছ থেকে শাক বাজারে বিক্রি করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৮০ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে।

রশুনিয়া ইউনিয়নের লাউ চাষি মো. বাচ্চু বেপারী বলেন, ‘এবার আমার লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাছে ফুল এসেছে এবং অনেক গাছে লাউ ধরেছে। আমি ১৪ শতাংশ জমিতে লাউ চাষ করেছি। এতে প্রায় ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এই পর্যন্ত ৩ হাজার টাকার লাউ বিক্রি করেছি।’

লতব্দী ইউনিয়নের আরেক লাউ চাষি গৃহিণী আয়শা আক্তার বলেন, ‘আমি বাড়ির আঙিনায় লাউ চারা বুনেছি। এখন সেই চারায় লাউ ধরেছে। আমি নিজেও খাচ্ছি এবং বাজারে বিক্রি করছি। এতে আমার সংসারের বাড়তি টাকা উপার্জন হচ্ছে। আমি বাড়ির আঙিনায় প্রতি বছরই লাউ গাছের চারা লাগাই।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ জানান, ‘এ উপজেলায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। তা ছাড়া বাড়ির আঙিনায় গৃহিণীরাও লাউ চাষ করে ভালো ফলন পাচ্ছেন। তাই এর আবাদ বাড়ছে। আমরা বিভিন্ন শাক সবজির বীজ কৃষকদের দিয়েছি। নিয়মিত তাঁদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত