Ajker Patrika

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩: ৫৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীতে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাইজদী পৌর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। এ সময় দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, এর মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান নেতা-কর্মীরা।

সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে কর্মসূচির স্থলে এসে জড়ো হতে থাকেন দলের নেতা-কর্মীরা। পরে পৌর বাজারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ওমর ফারুক অভি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত