Ajker Patrika

বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে সবজির

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ৩০
বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে সবজির

পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ বাড়ায় নওগাঁয় শীতকালীন সবজির দাম তুলনামূলক কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

গতকাল সোমবার সকালে বেশ কয়েকটি পাইকারি ও খুচরা সবজির বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন নতুন সবজিতে ভরে উঠেছে বাজার। দামও কম। সপ্তাহ খানেক আগেও যেসব সবজির দাম ৬০-৭০ টাকা কেজি ছিল এখন সেই সব সবজি ২০-৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, সবচেয়ে দাম কমেছে শিমের। এক কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকা। প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ২০ টাকা, আগে ছিল ৩০ টাকা। মাঝারি আকারের মিষ্টি লাউ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, আগে ছিল ৩৫-৪০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি দরে। পেঁপে বিক্রি হচ্ছে ১০-১২ টাকা কেজিতে। বেগুন প্রতিকেজি ৪০ টাকা। তবে পটলের দাম অপরিবর্তিত রয়েছে। ২৫-৩০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।

নওগাঁ খুচরা সবজি বাজারে সবজি কিনতে আসা সিএনজি চালক রানা মণ্ডল বলেন, ১০ দিন আগেও সবজির দাম ছিল প্রায় দ্বিগুণ। বর্তমানে শীতকালীন অনেক সবজি বাজারে পাওয়া যাচ্ছে।

মজিদ চৌধুরী নামের আরেক ক্রেতা বলেন, ‘কিছুদিন আগেও সবজির বাজার আগুন ছিল। শীতকালীন সবজির দাম কিছুটা কমায় এখন মোটামুটি মানিয়ে নিতে পারছি।’

পাইকারি সবজি ব্যবসায়ী সুনীল সরদার বলেন, কম দামে সবজি কিনতে পারলে কম দামে বিক্রি বরা সম্ভব। ১৫-২০ আগে সবজির জোগান না থাকায় দাম বেশি ছিল। বর্তমানে বাজারে ভালো সরবরাহ থাকায় দাম কমেছে।

এদিকে, দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। পাইকারি বাজারে শিম বিক্রি করতে আসা বর্ষাইল এলাকার কৃষক আলম মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হচ্ছে। একসঙ্গে শীতের অন্যান্য সবজি বাজারে ওঠায় দাম কমে যাচ্ছে। এ জন্য দুশ্চিন্তা বাড়ছে। দাম বেশি কমলে চাষিদের লোকসানের মুখে পড়তে হবে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুত আজকের পত্রিকাকে বলেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে। উৎপাদন কম হলে দাম বেশি পেলেও কৃষকেরা লাভবান হতে পারেন না। আশাব্যঞ্জক ফলন পাওয়া গেলে দাম কিছুটা কম হলেও কৃষকেরা লাভবান হবেন বলে মনে করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত