Ajker Patrika

১৭৫ জন শিল্পীর আঁকা ৭০০ ছবির প্রদর্শনী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ১৪
১৭৫ জন শিল্পীর আঁকা ৭০০ ছবির প্রদর্শনী

কুমিল্লা নগর উদ্যানে ১৭৫ জন শিল্পীর আঁকা ৭০০ ছবি নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্মুক্ত চিত্র প্রদর্শনী। গতকাল মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু। সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের আয়োজনে এ প্রদর্শনী চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

‘আমার বাংলাদেশ’ শিরোনামে এই প্রদর্শনী হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আমির আলী চৌধুরী, আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু প্রমুখ।

অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন বলেন, ‘প্রদর্শনীতে ১৭৫ জন ৪টি করে ছবি জমা দিয়েছেন। এ আয়োজনে বেশির ভাগ অংশগ্রহণকারী হলো শিশু-কিশোর।’

অধ্যক্ষ মোহাম্মদ শাহীন আরও বলেন, ‘বেশির ভাগ ছবিতে গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত