Ajker Patrika

অবশেষে ‘জীবিত’ হলেন তাঁরা চারজন

চারঘাট প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯: ২৯
অবশেষে ‘জীবিত’ হলেন তাঁরা  চারজন

ভোটার আইডিতে মৃত দেখানোয় দীর্ঘ চার বছর ধরে ভোট প্রদানসহ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন চারঘাটের চার ব্যক্তি। অবশেষে ভোটার আইডি সংশোধন করে জীবিত দেখানো হয়েছে তাঁদের। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চার ব্যক্তি হলেন উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল, পরানপুর গ্রামের হাজেরা বেগম, হাবিবপুর গ্রামের আমান উল্লাহ ও ডাকরা গ্রামের শাহনাজ পারভীন।

জানা গেছে, ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদে তাদের মৃত উল্লেখ করা হয়। ভোটার তালিকায় মৃত থাকার কারণে তাঁরা চাকরির আবেদনের পাশাপাশি সরকারি বেসরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। এমনকি করোনার টিকা পর্যন্ত নিতে পারেননি। সমস্যা সমাধানে নির্বাচন অফিসে একাধিকবার ধরনা দিয়েও ফল পাননি। পরে বিষয়টি নিয়ে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ওই চার ব্যক্তির ভোটার আইডি সংশোধনের পদক্ষেপ নেয়।

ভুক্তভোগী আমান উল্লাহ ও শাহনাজ পারভীন জানান, ভোটার তালিকায় চার বছর মৃত থাকার পর ফের জীবিত হয়েছি। এতে খুশি। তবে যাঁদের ভুলে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছে তদন্ত সাপেক্ষে তাঁদের বিচার দাবি করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত