নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তীব্র দাবদাহ থেকে সহসাই মুক্তি পেতে যাচ্ছে মানুষ। গত কয়েক দিনের তাপমাত্রার পারদ ইতিমধ্যে কমতে শুরু করেছে। শুক্রবার ও শনিবারসহ ঈদের ছুটিতে সারা দেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে।’
ঈদের দিন বৃষ্টি হবে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ‘দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে তখন। আর এতে কমে যাবে তাপমাত্রা।’
অধিদপ্তরের আজকের পূর্বাভাসেও বলা হয়েছে, ‘আগামী দুই দিন (শুক্র-শনি) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। তবে পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে ও বৃষ্টির প্রবণতা কমে যাবে।’
এর আগে মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেছিলেন, রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা এখনো তৈরি হয়নি তবে ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শুক্রবার। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল (ঈদের ছুটি) রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, শুক্রবার ঢাকা বিভাগের দক্ষিণে বৃষ্টি হতে পারে। ২২ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা আছে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ। খুলনা বা রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে অন্য অঞ্চলে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রায় কাছাকাছি তাপমাত্রা রাজশাহীতে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে প্রায় ১ ডিগ্রি কমেছে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৬৭ ভাগ। দাবদাহর মাত্রা কম থাকলেও ছিল ভ্যাপসা গরম আর অস্বস্তিকর অনুভূতি।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও ভোলা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তীব্র দাবদাহ থেকে সহসাই মুক্তি পেতে যাচ্ছে মানুষ। গত কয়েক দিনের তাপমাত্রার পারদ ইতিমধ্যে কমতে শুরু করেছে। শুক্রবার ও শনিবারসহ ঈদের ছুটিতে সারা দেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে।’
ঈদের দিন বৃষ্টি হবে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ‘দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে তখন। আর এতে কমে যাবে তাপমাত্রা।’
অধিদপ্তরের আজকের পূর্বাভাসেও বলা হয়েছে, ‘আগামী দুই দিন (শুক্র-শনি) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। তবে পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে ও বৃষ্টির প্রবণতা কমে যাবে।’
এর আগে মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেছিলেন, রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা এখনো তৈরি হয়নি তবে ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শুক্রবার। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল (ঈদের ছুটি) রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, শুক্রবার ঢাকা বিভাগের দক্ষিণে বৃষ্টি হতে পারে। ২২ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা আছে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ। খুলনা বা রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে অন্য অঞ্চলে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রায় কাছাকাছি তাপমাত্রা রাজশাহীতে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে প্রায় ১ ডিগ্রি কমেছে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৬৭ ভাগ। দাবদাহর মাত্রা কম থাকলেও ছিল ভ্যাপসা গরম আর অস্বস্তিকর অনুভূতি।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও ভোলা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৭৩। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯তম। গতকালও তালিকায় একই স্থানেই ছিল ঢাকা। তবে, গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসের দূষণের পরিমাণ কিছুটা কম।
১৩ ঘণ্টা আগেবঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টির দেখা মিলেছে। এদিকে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার এক বুলেটিনে এ সতর্কতা দেওয়া হয়। আরেকটি বুলেটিনে অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দেখা মিললেও সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্র
১ দিন আগেগতকাল সোমবার আইকিউএয়ারের সকাল ১০টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৪৭, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। আর আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের আইকিউএয়ারের রেকর্ডে দেখা যায়, ঢাকার বায়ুমান ৭৫, যা সহনীয় বাতাসের নির্দেশক। গতকাল দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৬১তম আর আজ দূষণ বেড়ে ঢাকা...
২ দিন আগে