Ajker Patrika

গৌরীপুরে মেছো বাঘের ২ শাবক উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৫: ৫৮
গৌরীপুরে মেছো বাঘের ২ শাবক উদ্ধার

গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার গৌরীপুর বন বিভাগ লামাপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে এই শাবক দুটি উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, এই গ্রামে বড় কোনো জঙ্গল নেই। এর আগে তাঁরা গ্রামে কোনো মেছো বাঘ দেখেননি। শাবক দুটি কোথা থেকে এসেছে তাঁরা বুঝতে পারছেন না। 

জানা যায়, শনিবার সকালে লামাপাড়া গ্রামের মোশারফ হোসেন গরুর জন্য নেপিয়ার ঘাসের খেত থেকে ঘাস কাটতে গেলে প্রথমে একটি মেছো বাঘের শাবক দেখতে পান। এ সময় তিনি সজীব মিয়া, নীরব মিয়া ও বিজয়ের সহযোগিতায় শাবকটি আটক করেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে আটক করেন। 

মেছো বাঘের শাবক ধরার বিষয়টি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি উদ্ধারের উদ্যোগ না নিয়ে শেরপুর বন বিভাগকে জানাতে বলেন। পরে সাংবাদিকেরা গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি শাবক দুটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন। 

গৌরীপুর বন বিভাগের বনরক্ষক মিলন কস্তা পরে লামাপাড়া গ্রাম থেকে মেছো বাঘের শাবক দুটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত শাবক দুটিকে শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত