Ajker Patrika

বৈশ্বিক তাপমাত্রা আরেকটু বাড়লেই মারাত্মক পরিণতি: সতর্কতা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ০৭
ফাইল ছবি
ফাইল ছবি

শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ইতিমধ্যে ১.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে দেখেছি আমরা। কিন্তু গড় এই তাপমাত্রা আরেকটু বা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেলেই পৃথিবীর অনেক অঞ্চলে এমন ভয়াবহ গরম অনুভূত হবে যে, মানবস্বাস্থ্যের জন্য তা বিপজ্জনক হয়ে উঠবে।

নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মাত্র কয়েক দশকের মধ্যেই পৃথিবীর বিশাল অঞ্চলে অনুভূত হওয়া গরম মানুষের সহ্যসীমার বাইরে চলে যেতে পারে। অন্তত এক বিলিয়ন হেক্টর জমি এই ধরনের চরম গরমের শিকার হতে পারে।

৪ ফেব্রুয়ারি ‘নেচার রিভিউজ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, এই শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যেই প্রায় এক বিলিয়ন হেক্টর জমি চরম তাপমাত্রার শিকার হতে পারে। এই পরিমাণ জমি যুক্তরাষ্ট্রের মোট ভূমির সমান।

নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ক্লাইমেট স্কুলে গবেষণারত জলবায়ু বিজ্ঞানী র‍্যাডলি হর্টন জানিয়েছেন, বর্তমানে তীব্র গরম অনুভূত হচ্ছে পৃথিবীর যতটুকু অঞ্চলে, তার চেয়ে তিন গুণ বেশি ভূমিতে অসহ্য গরম ছড়িয়ে পড়বে।

র‍্যাডলি বলেন, ‘যদি পৃথিবীর গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে, তাহলে পুরো দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল, পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঞ্চল এমন চরম গরম অনুভব করবে, যা তরুণ ও সুস্থ ব্যক্তিদের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’

ভয়ের কথা হলো, এই ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি খুব দূরের বিষয় নয়। ২০২৪ সালেই পৃথিবীর গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। শিল্পবিপ্লব-পূর্ব সময়ে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

র‍্যাডলি বলেন, ‘এটি অত্যন্ত দুশ্চিন্তার বিষয় যে আমরা বিপজ্জনক সীমার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

এ বিষয়ে এক প্রতিবেদনে বুধবার সায়েন্স নিউজ জানিয়েছে, গবেষকেরা গ্লোবাল ক্লাইমেট মডেল ও বাস্তব জগতের তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য ব্যবহার করে এই গবেষণা পরিচালনা করেছেন। তাঁদের বিশ্লেষণ বলছে, ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর অনেক ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে প্রতি ৩০ বছরে অন্তত একবার ভয়াবহ তাপপ্রবাহ দেখা দেবে।

এমন পরিস্থিতিতে মানুষ তাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না। ফলে অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে বা মৃত্যুও ঘটতে পারে।

গবেষণাটি বলছে, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের চেয়ে বৈশ্বিক গড় তাপমাত্রা যদি ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তবে পরিস্থিতি হবে আরও ভয়াবহ! এমন হলে বিশ্বের সবচেয়ে উষ্ণ এলাকাগুলোতে চরম তাপমাত্রার কারণে মানুষের শরীর ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উত্তপ্ত হয়ে যেতে পারে।

র‍্যাডলি বলেন, ‘শরীরের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়া প্রায় সবার জন্যই প্রাণঘাতী।’

এই দুই পরিস্থিতির (২ ডিগ্রি বা ৪ ডিগ্রি বৃদ্ধি) মধ্যে বয়স্ক মানুষদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি। ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত গরম অত্যন্ত ক্ষতিকর হতে পারে। ফলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের জন্য বিশাল এলাকাজুড়ে পরিস্থিতি অসহনীয় ও প্রাণঘাতী হয়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত