Ajker Patrika

লাউয়াছড়া উদ্যানে নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান

প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২১, ২৩: ৪৩
লাউয়াছড়া উদ্যানে নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান

কমলগঞ্জ (মৌলভীবাজার) : লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাওয়া গেল নতুন প্রজাতির একটি ব্যাঙ। ‘সিলেটি লাল চোখ ব্যাঙ’ নামে সেটি যুক্ত হয়েছে ব্যাঙ পরিবারের সদস্য হিসেবে। বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া ও হাসান আল-রাজী ব্যাঙ নিয়ে গবেষণা করতে এসে লাউয়াছড়ায় এই প্রজাতিটির সন্ধান পান। তাদের এই গবেষণার কাজটি রাশিয়া থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতা করেছেন অধ্যাপক নিক পয়ারকভ।

গবেষণাপত্রটি গত ২৮ মে ‘ন্যাচারাল হিস্ট্রি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নতুন এই ব্যাঙের বাংলা নাম দেওয়া হয়েছে ‘সিলেটি লাল চোখ ব্যাঙ’, ইংরেজি নাম Sylheti Litter Frog। এটির শরীরের রং ধূসর থেকে কালচে, কালো ছোপ রয়েছে। এই রং তাদের ঝরা পাতার সঙ্গে মিশে থাকতে সাহায্য করে। এদের পেছনের পা তুলনামূলক ছোট, তাই খুব বেশি জোরে লাফাতে পারে না। এদের চোখের ওপর অর্ধেক লাল রঙের, যেখানে আলো পড়লে জ্বল জ্বল করে।

গবেষক দল জানায়, বাংলাদেশে মোট ৫৬ প্রজাতির ব্যাঙ রয়েছে। নতুন প্রজাতি যোগ হয়ে এখন এর সংখ্যা দাঁড়াল ৫৭ টিতে। একই সঙ্গে বিশ্বে ব্যাঙ প্রজাতির তালিকায়ও নতুন আরেকটি ব্যাঙ যুক্ত হলো। আগে নতুন এই ব্যাঙটিকে ‘Leptobrachium smithi’ প্রজাতির বলে মনে করা হতো। কিন্তু প্রজাতিটির বিস্তৃতি বাংলাদেশ থেকে অনেক দূরে এবং এর মধ্যে আরও দুটি এই ধরনের ব্যাঙ রয়েছে। তিনজন গবেষক মাঠপর্যায়ে ও ল্যাবরেটরিতে ১১ মাস কাজ করে নিশ্চিত হন সিলেটের ব্যাঙটি আসলে জানা কোনো প্রজাতির মধ্যে পড়ে না।

গবেষক দলের সদস্য হাসান আল-রাজী ও মার্জান মারিয়া জানান, এই ব্যাঙগুলো মূলত বনের ভেতরে পাওয়া যায়। বনের ঝরা পাতার মধ্যে ওরা থাকে।

গবেষকদ্বয় বলেন, ঝরা পাতার মাঝে এরা এমনভাবে মিশে থাকে যে দেখলে বোঝার উপায় নেই। আর ঝরা পাতায় থাকে বলে এই ব্যাঙকে ইংরেজিতে ‘Litter Frog’ বলে। তাই আমরা আমাদের এই ব্যাঙের ইংরেজি নাম দিয়েছি ‘Sylheti Litter Frog’। আর বাংলা নাম ‘সিলেটি লাল চোখ ব্যাঙ’। প্রজননের সময় এরা এই ঝরা পাতা ছেড়ে ছড়ায় নেমে আসে। ছড়ার প্রবহমান স্বচ্ছ পানিতে এরা ডিম দেয়। ডিম ফুটে ব্যাঙ্গাচিগুলো ছড়ার পানিতেই বড় হয়।

তাঁরা আরও বলেন, দেশে এই নতুন ব্যাঙের সন্ধান বের করতে পেরে আমরা আনন্দিত, কিন্তু একই সঙ্গে শঙ্কিত। কারণ জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া বন তার রূপ হারাচ্ছে। ব্যাঙ যেখানে প্রজনন করে বনের সেই ছড়াগুলো শুকিয়ে গেছে। সিলেটি লাল চোখ ব্যাঙসহ বনের অন্য প্রাণীদের বাঁচিয়ে রাখতে হলে আগে ছড়াগুলোকে রক্ষা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত