নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বাড়ছে শীত। হাড় কাঁপানো হিমেল হাওয়ার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের মধ্যে দিনমজুর, রিকশাচালক এবং খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে।
আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর বদলগাছি আবহাওয়া কার্যালয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, এর আগের দিন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ক্রমেই কমার পাশাপাশি তীব্র হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি কয়েক গুণ বেড়ে গেছে।
স্থানীয়রা জানান, গত দুই দিন থেকে শীতের প্রকোপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও হিম হাওয়ায় নাকাল তাঁরা। দিনের বেলাও দেখা নেই সূর্যের। ঠান্ডা বাতাসের কারণে মানুষজন কাজে বের হতে দ্বিধাগ্রস্ত। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
সদর উপজেলার বরুনকান্দি এলাকার রিকশাচালক ইসমাইল হোসেন বলেন, ‘গত দুই দিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। বাতাস এত বেশি যে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে, যাত্রীও পাওয়া যাচ্ছে না। কাজ না করতে পারলে সংসার চালানোই মুশকিল হয়ে পড়বে।’
এদিকে শহরের রাস্তাঘাটেও শ্রমজীবী মানুষের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে। যাঁরা কাজে বের হচ্ছেন, তাঁরাও সময়ের আগেই বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে গরম পোশাকের অভাবে বাড়িতে অবস্থান করছেন।
বালুডাঙ্গা এলাকায় দিনমজুর কাশেম মন্ডল বলেন, ‘শীত এমন যে হাত-পা জমে যাচ্ছে। সকাল থেকে কাজের জন্য বের হই, কিন্তু কাজ পাই না। শীতে কেউ কাজে ডাকছে না। এই ঠান্ডায় খেতে কাজ করা বা কোনো ভারী কাজ করা একেবারেই কঠিন। আমাদের মতো গরিব মানুষের শীত মানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই।’
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে শীতের প্রকোপের মূল কারণ হিমেল বাতাস। এটি তাপমাত্রার চেয়ে বেশি শীত অনুভব করাচ্ছে।’
অন্যদিকে শীতের এ পরিস্থিতিতে দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ এবং সহায়তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
নওগাঁয় বাড়ছে শীত। হাড় কাঁপানো হিমেল হাওয়ার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের মধ্যে দিনমজুর, রিকশাচালক এবং খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে।
আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর বদলগাছি আবহাওয়া কার্যালয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, এর আগের দিন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ক্রমেই কমার পাশাপাশি তীব্র হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি কয়েক গুণ বেড়ে গেছে।
স্থানীয়রা জানান, গত দুই দিন থেকে শীতের প্রকোপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও হিম হাওয়ায় নাকাল তাঁরা। দিনের বেলাও দেখা নেই সূর্যের। ঠান্ডা বাতাসের কারণে মানুষজন কাজে বের হতে দ্বিধাগ্রস্ত। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
সদর উপজেলার বরুনকান্দি এলাকার রিকশাচালক ইসমাইল হোসেন বলেন, ‘গত দুই দিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। বাতাস এত বেশি যে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে, যাত্রীও পাওয়া যাচ্ছে না। কাজ না করতে পারলে সংসার চালানোই মুশকিল হয়ে পড়বে।’
এদিকে শহরের রাস্তাঘাটেও শ্রমজীবী মানুষের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে। যাঁরা কাজে বের হচ্ছেন, তাঁরাও সময়ের আগেই বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে গরম পোশাকের অভাবে বাড়িতে অবস্থান করছেন।
বালুডাঙ্গা এলাকায় দিনমজুর কাশেম মন্ডল বলেন, ‘শীত এমন যে হাত-পা জমে যাচ্ছে। সকাল থেকে কাজের জন্য বের হই, কিন্তু কাজ পাই না। শীতে কেউ কাজে ডাকছে না। এই ঠান্ডায় খেতে কাজ করা বা কোনো ভারী কাজ করা একেবারেই কঠিন। আমাদের মতো গরিব মানুষের শীত মানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই।’
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে শীতের প্রকোপের মূল কারণ হিমেল বাতাস। এটি তাপমাত্রার চেয়ে বেশি শীত অনুভব করাচ্ছে।’
অন্যদিকে শীতের এ পরিস্থিতিতে দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ এবং সহায়তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
২১ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
২ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
২ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
৩ দিন আগে