Ajker Patrika

রংপুর, রাজশাহীসহ ১৯ জেলায় শৈত্যপ্রবাহ, তিন দিন যেমন থাকবে আবহাওয়া 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৬
রংপুর, রাজশাহীসহ ১৯ জেলায় শৈত্যপ্রবাহ, তিন দিন যেমন থাকবে আবহাওয়া 

কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৯টি জেলার উপর মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আজ শুক্রবার কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়ার পূবার্ভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার পরের পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

মাঘের শেষে এসে দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও রাজধানীসহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থা বেশি দিন থাকবে না। আগামীকাল শনিবার থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়তে পারে। 

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বন্দ্বীপে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম ছিল। জানুয়ারিতে চার দফায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। গতকাল থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হয়।

তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে যা আছে

আজসহ শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং উত্তরাঞ্চলে তা বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শনিবারও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে আগামী রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগের দুই দিনের মতো শুষ্ক আবহাওয়ার সঙ্গে কুয়াশা অব্যাহত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত