Ajker Patrika

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, জাহাজের কাজ ব্যাহত

প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) 
মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, জাহাজের কাজ ব্যাহত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রাতেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যায়। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থিত বিদেশি জাহাজগুলোয় পণ্য বোঝাই খালাস ব্যাহত হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত পাঁচটি সার ও একটি চালের জাহাজের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার বন্দরে সার, চাল, ক্লিনকার, মেশিনারি ও গ্যাসবাহী ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরুদ্দীন জানান, বৃষ্টির কারণে সার ও চালের জাহাজের কাজ সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে আবারও খালাস ও পরিবহনের কাজ শুরু হবে।

মোংলা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও কিছু কিছু চিংড়ির ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাই জাল ও নেট দিয়ে চাষিরা তাদের ঘেরের মাছ আটকে রাখতে কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত