বায়ুর মানের বিচারে আজ শনিবার দুপুরে বাংলাদেশের ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর। দুপুর সোয়া ১২টায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫০। এ সময় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।
বায়ুদূষণের শীর্ষে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ১৯৬, দ্বিতীয় অবস্থানে ঘানার আক্রা শহরের স্কোর ১৫৮; তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৪৭ এবং ১৩৯ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ছিল পঞ্চম অবস্থানে।
বায়ুদূষণের এই পরিস্থিতিতে মাস্ক পরা, ঘরে অবস্থান করা, দরজা-জানালা বন্ধ রাখা, বায়ুশোধন যন্ত্র ব্যবহার করা এবং সপরিবারে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
একিউআই সূচক নির্দিষ্ট শহরের বায়ু কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ সহনশীল, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে ২০১ থেকে ৩০০ পর্যন্ত একিউআই স্কোর খবু অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের মতো সংবেদনশীল মানুষের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
এ বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি দিন খারাপ গেছে ঢাকায়। এই মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান ছিল খারাপ। এই সংখ্যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে খারাপ।
বিশ্বজুড়ে শহরগুলোর বায়ুর মানের চলন্ত সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার।
বায়ুর মানের বিচারে আজ শনিবার দুপুরে বাংলাদেশের ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর। দুপুর সোয়া ১২টায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫০। এ সময় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।
বায়ুদূষণের শীর্ষে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ১৯৬, দ্বিতীয় অবস্থানে ঘানার আক্রা শহরের স্কোর ১৫৮; তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৪৭ এবং ১৩৯ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ছিল পঞ্চম অবস্থানে।
বায়ুদূষণের এই পরিস্থিতিতে মাস্ক পরা, ঘরে অবস্থান করা, দরজা-জানালা বন্ধ রাখা, বায়ুশোধন যন্ত্র ব্যবহার করা এবং সপরিবারে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
একিউআই সূচক নির্দিষ্ট শহরের বায়ু কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ সহনশীল, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে ২০১ থেকে ৩০০ পর্যন্ত একিউআই স্কোর খবু অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের মতো সংবেদনশীল মানুষের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
এ বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি দিন খারাপ গেছে ঢাকায়। এই মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান ছিল খারাপ। এই সংখ্যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে খারাপ।
বিশ্বজুড়ে শহরগুলোর বায়ুর মানের চলন্ত সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার।
আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগেআজ দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার কোথাও বৃষ্টিপাত হয়নি।
২ দিন আগে