Ajker Patrika

রামপালে এবার পুকুর থেকে কুমির উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪: ৪০
রামপালে এবার পুকুর থেকে কুমির উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

রামপালে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার মো. মিরাজের বাড়ির পুকুর থেকে টানা জাল দিয়ে কুমিরটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার বাসিন্দা মো. মিরাজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাড়ির পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বড় একটি কুমির দেখতে পান। তখন ভয়ে ও আতঙ্কে চিৎকার শুরু করেন। এরপর আশপাশের লোকজন ছুটে আসে। পরে গ্রামবাসী এক হয়ে টানা জাল দিয়ে কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর গ্রামবাসীর খবরে বন বিভাগ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে দুপুরেই সুন্দরবনের করমজল খালে অবমুক্ত করেছে। 

বন কর্মকর্তা আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া লবণপানির প্রজাতির কুমিরটি লম্বায় ১০ ফুট। বয়স হবে ১৪ থেকে ১৫ বছর। জোয়ারের সময় কুমিরটি পশুর নদ থেকে খাল হয়ে ওই পুকুরে চলে যায়। 

এর আগে গত ১১ মার্চ রামপাল উপজেলার বগুড়া খালে মাছ ধরার সময় এক জেলের জালে আটকে পড়া কুমিরটিকেও উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয় বন বিভাগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত