Ajker Patrika

আমাদের এটি থামাতে হবে অথবা এটি আমাদের থামিয়ে দেবে: গুতেরেস

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২২: ২১
আমাদের এটি থামাতে হবে অথবা এটি আমাদের থামিয়ে দেবে: গুতেরেস

জাতিসংঘের কপ ২৬ জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা এরই মধ্যে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে পৌঁছাতে শুরু করেছেন। আজ সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তাঁর বক্তব্যে বলেছেন, ‘প্যারিস চুক্তির পরের ছয়টি বছর বিশ্বে উষ্ণতার রেকর্ড হয়েছে। মানবতাকে দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের এটি থামাতে হবে নতুবা এটি আমাদের থামিয়ে দেবে।’ 

অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘জলবায়ু সংকটের ইস্যু এখন সকল দেশ, সকল বয়সী মানুষের উদ্বেগের কারণ। আমাদের অবশ্যই এগুলো শোনা উচিত। পদক্ষেপ নেওয়া উচিত এবং বিজ্ঞতার সঙ্গে আগানো উচিত। আমাদের পরবর্তী প্রজন্মের পক্ষ থেকে অনুরোধ করছি, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে এবং মানবতাকে বাঁচাতে বড় স্বপ্ন এবং পারস্পরিক নির্ভরতাকে বেছে নিন। 

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার জন্য বছরে ১০০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন জরুরি। বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের জন্য এটি গুরুত্বপূর্ণ। যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী যেমন: স্বল্পোন্নত দেশ, ছোট দ্বীপ এবং উন্নয়নশীল রাষ্ট্র তাঁদের জরুরি অনুদান দরকার। তাঁদের আরও অনুদান, বিদেশি উন্নয়ন সহায়তা দরকার। তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে।’ 

অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘জি-২০ দেশগুলো ৮০ শতাংশ কার্বন নিঃস্বরণের জন্য দায়ী। তাই তাঁদের জলবায়ু সংকটে দায়িত্বও বেশি। বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে না আসা পর্যন্ত প্রতি পাঁচ বছর পরপর নয় প্রতিবছরই জলবায়ু সম্মেলনের আয়োজন করা উচিত।’ 

সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘জলবায়ু সংকট ইস্যুতে উন্নত বিশ্বের দায়িত্ব বেশি। উন্নত বিশ্বকেই অন্যদের সবুজ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখতে হবে।’ 

এর আগে জলবায়ু কনফারেন্সে ঢোকার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে কিছু পরে অনুষ্ঠান শুরু হয়।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত