নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা তাপপ্রবাহের রেকর্ড গড়ে এপ্রিল বিদায় নিলেও মে মাসের শুরুতেও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারই প্রমাণ পাওয়া গেল যশোর ও চুয়াডাঙ্গা। জেলা দুটিতে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ নিয়ে গত ৩১ মার্চ থেকে টানা ৩২ দিন দেশে তাপপ্রবাহ চলমান।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আজ বুধবার যশোর ও চুয়াডাঙ্গা দুই জেলাতেই তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস করে।
গতকাল মঙ্গলবার দেশের বিগত এক দশকের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরে সেদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা-যশোরে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও আজ বুধবার ঢাকার তাপমাত্রা গতকাল থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকার বাতাসে আজ আর্দ্রতা কম থাকায় অস্বস্তি কম। দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় আজ বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম অনুভূতি কম হচ্ছে। সাধারণত বাতাসে আর্দ্রতা বেশি থাকলে গরমের সঙ্গে ঘাম হয়। তখন অস্বস্তি বেশি লাগে।’ এ সময় তিনি জানান, আজ যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে কাল থেকে দেশের দু-একটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের ২ থেকে ৫ তারিখের মধ্যে সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। কাজী জেবুন্নেসা বলেন, ‘আজ সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ ছাড়া, কক্সবাজারে দুই মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
এর আগে বৃষ্টির বিষয়ে ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেছিলেন, মে মাসের শুরুতে যে বৃষ্টির সম্ভাবনা আছে, সেটি উত্তর-পূর্বাঞ্চল হয়ে আসবে। আর সামগ্রিকভাবে তাপপ্রবাহ কমানোর জন্য দেশের পশ্চিমাঞ্চল দিয়ে যে বৃষ্টিপাত দরকার, সেটি হতে পারে মে মাসের ৬ তারিখের দিকে। তবে এই বৃষ্টি চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।
টানা তাপপ্রবাহের রেকর্ড গড়ে এপ্রিল বিদায় নিলেও মে মাসের শুরুতেও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারই প্রমাণ পাওয়া গেল যশোর ও চুয়াডাঙ্গা। জেলা দুটিতে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ নিয়ে গত ৩১ মার্চ থেকে টানা ৩২ দিন দেশে তাপপ্রবাহ চলমান।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আজ বুধবার যশোর ও চুয়াডাঙ্গা দুই জেলাতেই তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস করে।
গতকাল মঙ্গলবার দেশের বিগত এক দশকের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরে সেদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা-যশোরে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও আজ বুধবার ঢাকার তাপমাত্রা গতকাল থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকার বাতাসে আজ আর্দ্রতা কম থাকায় অস্বস্তি কম। দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় আজ বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম অনুভূতি কম হচ্ছে। সাধারণত বাতাসে আর্দ্রতা বেশি থাকলে গরমের সঙ্গে ঘাম হয়। তখন অস্বস্তি বেশি লাগে।’ এ সময় তিনি জানান, আজ যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে কাল থেকে দেশের দু-একটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের ২ থেকে ৫ তারিখের মধ্যে সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। কাজী জেবুন্নেসা বলেন, ‘আজ সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ ছাড়া, কক্সবাজারে দুই মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
এর আগে বৃষ্টির বিষয়ে ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেছিলেন, মে মাসের শুরুতে যে বৃষ্টির সম্ভাবনা আছে, সেটি উত্তর-পূর্বাঞ্চল হয়ে আসবে। আর সামগ্রিকভাবে তাপপ্রবাহ কমানোর জন্য দেশের পশ্চিমাঞ্চল দিয়ে যে বৃষ্টিপাত দরকার, সেটি হতে পারে মে মাসের ৬ তারিখের দিকে। তবে এই বৃষ্টি চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
৮ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে