Ajker Patrika

রামপুরার নড়াই নদী এখন খাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রামপুরার নড়াই নদী এখন খাল

রাজধানীর রামপুরা থেকে মেরাদিয়ার দিকে বয়ে যাওয়া খালটি এক সময় নড়াই নদী ছিল বলে দাবি করেছে নোঙর বাংলাদেশ নামক একটি পরিবেশবাদী সংগঠন। সরকারি নথিপত্রে রামপুরার এই নদীকে খাল উল্লেখ করায় নিন্দা জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির উদ্যোগে আজ মঙ্গলবার মেরাদিয়া হাট এলাকার সামনে কাগজের নৌকা নদীতে ভাসিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে মেরাদিয়ার গুদারাঘাটে মানববন্ধন করা হয়। 

সংগঠনটির নেতারা বলেন, খাল পরিচিতি পাওয়া এই নদীটি দখল ও দূষণের কবলে দিন দিন আরও সংকুচিত হচ্ছে। তারপরও নড়াই নদী এখনো বালু নদীর সঙ্গে মিশে শীতলক্ষার সঙ্গে বহমান। এটি খাল নয় নদী। বর্তমান প্রজন্মকে সেই তথ্যটি জানাতে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

নৌকা ভাসানোর আগে নদীর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় নদীকে সরকারিভাবে খাল ব্যবহার করাকে অপরাধ হিসেবে উল্লেখ করেন বক্তারা। এতে বনশ্রী ও দক্ষিণ বনশ্রী এলাকার স্থানীয়রাও অংশ নেন। 

বক্তারা অভিযোগ করেন, নদীটিকে সরকারি নথিপত্রে ভুল নাম দিয়ে খাল বানানো হয়েছে। মেরাদিয়া হাটের সঙ্গে ময়লার ডাম্পিং স্টেশন তৈরি করে নদীটি দখলে নেতৃত্ব দিচ্ছে খোদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির এই ডাম্পিং স্টেশনের কারণে আশপাশে বড় বড় স্থাপনা গড়ে উঠছে। নদীটির খাল পরিচয় হারিয়ে ড্রেনে পরিণত হতেও বেশি দিন লাগবে না বলে অভিযোগ তাঁদের। 

শিগগিরই সরকারি নথিপত্রে নড়াই নদীকে তাঁর নিজ নামে পরিচিত করার ও সংরক্ষণের জন্য দ্রুত সীমানা পিলার দেওয়ারও দাবি জানান তারা।

এ সময় নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস বলেন, 'নড়াই নদী রাজধানীর মাঝ দিয়ে একসময় সংযোগ ছিল শীতলক্ষ্যা নদীর। কিন্তু নানাভাবে এই নদীকে হত্যা করা হয়েছে। তাঁর সুফল হিসেবে ঢাকায় সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এটাকে খাল নামে পরিচিত করে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে আন্দোলনের অংশ হিসেবে এই প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়।'  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত