Ajker Patrika

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ রূপ নিচ্ছে গভীর নিম্নচাপে

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০: ৫০
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ রূপ নিচ্ছে গভীর নিম্নচাপে

উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রীভূত ও ঘনীভূত হয়ে ‘গভীর নিম্নচাপে’ রূপ নিতে পারে। এটি আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা।

ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-এশীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র থেকে জানানো হয়েছে, নিম্নচাপটি আজ সন্ধ্যায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া হয়ে বাংলাদেশ অতিক্রম করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিম উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে। 

অমরাবতী আবহাওয়া অধিদপ্তরের পরিচালক স্যামুয়েল স্টেলা বলেন, গতকাল উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের লঘুচাপটি এখন নিম্নচাপে রূপ নিয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ২০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯১ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে ঘনীভূত হচ্ছে। নিম্নচাপটি বাংলাদেশের খেপুপাড়া থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও পশ্চিমবঙ্গের দিঘার ৪৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। 

স্যামুয়েল স্টেলা বলেন, এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে আসতে পারে। আজ সন্ধ্যায় এটি বাংলাদেশের উপকূলের কাছে খেপুপাড়া অতিক্রম করার কথা। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিম-উত্তর পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত