কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে।
ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে।
ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
১০ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে