Ajker Patrika

কুয়াকাটা সৈকতে এক পাবিহীন জীবিত কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২০: ৩৯
কুয়াকাটা সৈকতে এক পাবিহীন জীবিত কচ্ছপ

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে। 

ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’

ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’  

এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত