Ajker Patrika

তিন বিভাগে হতে পারে ভারী বর্ষণ, বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন বিভাগে হতে পারে ভারী বর্ষণ, বাড়বে তাপমাত্রা

ঢাকাআগামী দুই দিন বৃষ্টিপাতের হার অনেক কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে রোববার উত্তরের তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে কয়েক দিন সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়লেও গতকাল শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেক কমে এসেছে। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী দুই দিন দেশে বৃষ্টির প্রবণতা কমে আসবে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়বে। তবে রোববার উত্তরের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণ হতে পারে।’ 

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ১১৯ মিলিমিটার। শনিবার ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবার রাজশাহীতেই সর্বনিম্ন ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। তবে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত