Ajker Patrika

৭ জেলায় তাপপ্রবাহ, ৩ বিভাগে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২২, ২৩: ৫২
৭ জেলায় তাপপ্রবাহ, ৩ বিভাগে হতে পারে বৃষ্টি

সূর্যের তেজ যেন দিন দিন বাড়ছে। চৈত্রের ঘাম ঝরানো রোদে হাঁপিয়ে উঠেছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। জেলাগুলো হচ্ছে—ঢাকা, কিশোরগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এ ছাড়া তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।’

আজ বুধবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার রাঙামাটিতে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে মিয়ানমার উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সর্বশেষ মিয়ানমারের ভূখণ্ড লঘুচাপে পরিণত হয়ে তা গুরুত্বহীন হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত