Ajker Patrika

সোমবার থেকে বৃষ্টি কমতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪১
সোমবার থেকে বৃষ্টি কমতে পারে

আগামীকাল সোমবার বিকেল থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে। তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ায় অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। বৃষ্টির কারণে এখন তাপমাত্রা অনেকটাই কমে গেছে। বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। আগামীকাল হতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে।’ 

এদিকে আবহাওয়ায় পূর্বাভাস বলছে, আজ সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ১৬১ মিলিমিটার, বরিশালে ১২৯ মিলিমিটার। খুলনা বিভাগের সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালি ও মোংলায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির দেখা মিলেছে রংপুর ও রাজশাহী বিভাগেও। 

আজ ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর ও গোপালগঞ্জে সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ৭৮ মিলিমিটার। 

পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত