Ajker Patrika

২০৫০ সালের মধ্যে নেট শূন্য অর্জনের লক্ষ্য বাইডেনের

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ০৪: ৫০
২০৫০ সালের মধ্যে নেট শূন্য অর্জনের লক্ষ্য বাইডেনের

জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ ২৬ শুরু হয়েছে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে। বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা এরই মধ্যে বক্তব্যও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন। 

বাইডেন তাঁর বক্তব্যে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি জলবায়ু কৌশল প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ২০৫০ সালের মধ্যে নেট শূন্য অর্জনের লক্ষ্য নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করার জন্য পরিকল্পিত অভিযোজন তহবিলে প্রথম মার্কিন অবদানের কথাও ঘোষণা করেন। তবে কোনো অর্থের পরিমাণ উল্লেখ করেননি তিনি। 

বাইডেন বলেন, 'এটি আমাদের লাইভ টাইম চ্যালেঞ্জ'। 

এ দিকে উত্তর আমেরিকা সম্পাদক জন সোপেল উল্লেখ করেন, বাইডেন তাঁর বক্তৃতায় উল্লেখ করা আইনটি এখনো মার্কিন কংগ্রেসে পাস করতে পারেনি। 

এ দিকে জলবায়ু সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তাঁর বক্তব্যে বলেন, প্যারিস চুক্তির পরের ছয়টি বছর বিশ্বে উষ্ণতার রেকর্ড হয়েছে। মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের এটি থামাতে হবে নতুবা এটি আমাদের থামিয়ে দেবে। 

অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কঠোরভাবে সতর্ক করেছেন। যদিও এরই মধ্যে লন্ডনে ফেরার তোড়জোড় শুরু করেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত