Ajker Patrika

রাজধানীতে যেকোনো সময় বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে যেকোনো সময় বৃষ্টি হতে পারে

সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকায় রাজধানী ঢাকাসহ আশ পাশের এলাকাগুলোতে যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। দেখ মিলতে পারে রোদেরও। 

শনিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, আজ সারা দিন আবহাওয়ার বেশ পরিবর্তন হতে পারে। কখন রোদ, কখন বৃষ্টি হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকার আকাশ মেঘলা রয়েছে। 

এছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। শুক্রবার (১৩ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৮ মি. মি.। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত