নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতের ভরা মৌসুমে হঠাৎ বৃষ্টি। বৃষ্টির কবলে পড়ে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা ঘরে ফিরেছেন কাক ভেজা হয়ে। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে যানবাহনের গতি কমেছে। এতে অনেক রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন ফুটপাতে ভাসমান দোকানগুলোও খুলতে পারেননি তাঁরা।
বৃষ্টির মধ্যে শাহবাগ মোড়ে রিকশার হুড তুলে গুটিসুটি করে বসে ছিলেন রিকশাচালক কাওসার মিয়া। তিনি বলেন, বৃষ্টির কারণে ভাড়া পাচ্ছেন না। অধিকাংশ মানুষ সিএনজি কিংবা বাসে করেই যাওয়ার চেষ্টা করছেন বেশি।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বৃষ্টি আর থাকবে না। তবে তাপমাত্রা কমতে থাকবে। তখন টানা তিন-চার দিন দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীর ঈশ্বরদীতে ও কুতুবদিয়ায় ৫ মিলিমিটার, ঢাকা, কক্সবাজার ও নিকলীতে ৪ মিলিমিটার, টাঙ্গাইলে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
শীতের ভরা মৌসুমে হঠাৎ বৃষ্টি। বৃষ্টির কবলে পড়ে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা ঘরে ফিরেছেন কাক ভেজা হয়ে। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে যানবাহনের গতি কমেছে। এতে অনেক রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন ফুটপাতে ভাসমান দোকানগুলোও খুলতে পারেননি তাঁরা।
বৃষ্টির মধ্যে শাহবাগ মোড়ে রিকশার হুড তুলে গুটিসুটি করে বসে ছিলেন রিকশাচালক কাওসার মিয়া। তিনি বলেন, বৃষ্টির কারণে ভাড়া পাচ্ছেন না। অধিকাংশ মানুষ সিএনজি কিংবা বাসে করেই যাওয়ার চেষ্টা করছেন বেশি।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বৃষ্টি আর থাকবে না। তবে তাপমাত্রা কমতে থাকবে। তখন টানা তিন-চার দিন দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীর ঈশ্বরদীতে ও কুতুবদিয়ায় ৫ মিলিমিটার, ঢাকা, কক্সবাজার ও নিকলীতে ৪ মিলিমিটার, টাঙ্গাইলে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই; বরং কয়েক দিন পর তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেআজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ এই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ মিলিমিটার।
২১ ঘণ্টা আগেঢাকার বাতাসে আজ দূষণ কিছুটা কমেছে। গতকালের তুলনায় রাজধানী শহরের বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ আজ কিছুটা কম। আজ শুক্রবার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়।
১ দিন আগেআজ বৃহস্পতিবার বজ্রপাত নিয়ে কিছু সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১ মে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার...
২ দিন আগে