নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর করা হবে। সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করব। এটা একদিনে হবে না। কিন্তু কাজটা শুরু করা হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘হোটেল মালিক, ট্যুর অপারেটর, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে চাই। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার মুক্ত করার কাজ শুরু হবে। সেন্টমার্টিন দ্বীপটা বাঁচুক। সেন্টমার্টিন দ্বীপটা সবাই দেখুক কিন্তু একই লোক পাঁচবার না যাক।’
উপদেষ্টা বলেন, পরিবেশ আইনে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় দ্বীপটিকে। আবার বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মেরিন প্রোটেক্টেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়। দ্বীপটি দিনকে দিন নাজুক হচ্ছে।
২০১৮ সালের আন্তমন্ত্রণালয় সভায় ২০১৯ সালের ১ মার্চ থেকে দিনের বেলা পর্যটন চালু, রাতের বেলা থাকতে পারবে না; ২০২০ সালের ফেব্রুয়ারি প্রবেশের ক্ষেত্রে নিবন্ধন এবং সংখ্যা সর্বোচ্চ এক হাজার ২৫০ জন; জাহাজে অতিরিক্ত যাত্রী না নেওয়া এবং ২০২০ সালের ১৭ মার্চ রাত্রি যাপন নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। ২০২১ সালের ২৩ নভেম্বর লঞ্চ-জাহাজে মোট যাত্রীর সংখ্যা এক হাজার ২৫০ জনের মধ্যে রাখা এবং একজন ব্যক্তি পাঁচজনের বেশি টিকিট কিনতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। ধারাবাহিকভাবে সিদ্ধান্ত হলেও সেগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি।
২০২৩ সালে পরিবেশ মন্ত্রণালয় একটি পর্যটন নির্দেশিকা দিয়েছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকাও করতে বলা হয়। সামুদ্রিক কাছিমের ডিম কুকুর খেয়ে ফেলে। সেগুলো কীভাবে রক্ষা করা যায়। ওই সময় ৮৮২ জনের কথা বলা হয়। কিন্তু এগুলো বাস্তবায়িত হয়নি।
পরিবেশ উপদেষ্টা বলেন, গত মৌসুমে দুই লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছে। ওইখানে কোনো হাসপাতাল নেই। আপনি যদি পর্যটন করতে চান তাহলে এগুলো ভাবতে হবে। দ্বীপটা রক্ষা হোক এবং পর্যটনটাকেও একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে।
সামনে পর্যটন মৌসুম আসছে, এর আগেই সিদ্ধান্ত হবে কিনা এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পর্যটন মৌসুম শুরু হয় নভেম্বর বা ডিসেম্বর থেকে, এর আগেই এসব বিষয়ে (বিভিন্ন বিধিনিষেধ আরোপ) সিদ্ধান্ত নিতে হবে। কোন কর্মপন্থায় যাব সেটা হলো বিষয়, কোনটা নিলে আসলেই আমরা বাস্তবায়ন করতে পারব।’
পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর করা হবে। সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করব। এটা একদিনে হবে না। কিন্তু কাজটা শুরু করা হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘হোটেল মালিক, ট্যুর অপারেটর, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে চাই। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার মুক্ত করার কাজ শুরু হবে। সেন্টমার্টিন দ্বীপটা বাঁচুক। সেন্টমার্টিন দ্বীপটা সবাই দেখুক কিন্তু একই লোক পাঁচবার না যাক।’
উপদেষ্টা বলেন, পরিবেশ আইনে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় দ্বীপটিকে। আবার বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মেরিন প্রোটেক্টেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়। দ্বীপটি দিনকে দিন নাজুক হচ্ছে।
২০১৮ সালের আন্তমন্ত্রণালয় সভায় ২০১৯ সালের ১ মার্চ থেকে দিনের বেলা পর্যটন চালু, রাতের বেলা থাকতে পারবে না; ২০২০ সালের ফেব্রুয়ারি প্রবেশের ক্ষেত্রে নিবন্ধন এবং সংখ্যা সর্বোচ্চ এক হাজার ২৫০ জন; জাহাজে অতিরিক্ত যাত্রী না নেওয়া এবং ২০২০ সালের ১৭ মার্চ রাত্রি যাপন নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। ২০২১ সালের ২৩ নভেম্বর লঞ্চ-জাহাজে মোট যাত্রীর সংখ্যা এক হাজার ২৫০ জনের মধ্যে রাখা এবং একজন ব্যক্তি পাঁচজনের বেশি টিকিট কিনতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। ধারাবাহিকভাবে সিদ্ধান্ত হলেও সেগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি।
২০২৩ সালে পরিবেশ মন্ত্রণালয় একটি পর্যটন নির্দেশিকা দিয়েছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকাও করতে বলা হয়। সামুদ্রিক কাছিমের ডিম কুকুর খেয়ে ফেলে। সেগুলো কীভাবে রক্ষা করা যায়। ওই সময় ৮৮২ জনের কথা বলা হয়। কিন্তু এগুলো বাস্তবায়িত হয়নি।
পরিবেশ উপদেষ্টা বলেন, গত মৌসুমে দুই লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছে। ওইখানে কোনো হাসপাতাল নেই। আপনি যদি পর্যটন করতে চান তাহলে এগুলো ভাবতে হবে। দ্বীপটা রক্ষা হোক এবং পর্যটনটাকেও একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে।
সামনে পর্যটন মৌসুম আসছে, এর আগেই সিদ্ধান্ত হবে কিনা এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পর্যটন মৌসুম শুরু হয় নভেম্বর বা ডিসেম্বর থেকে, এর আগেই এসব বিষয়ে (বিভিন্ন বিধিনিষেধ আরোপ) সিদ্ধান্ত নিতে হবে। কোন কর্মপন্থায় যাব সেটা হলো বিষয়, কোনটা নিলে আসলেই আমরা বাস্তবায়ন করতে পারব।’
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় বাসিন্দাদের বিকল্প আয়ের ব্যবস্থা করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। আজ শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে
১১ ঘণ্টা আগেআজ শুক্রবার, বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ১০টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯৩, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫। গতকাল বৃহস্পতিবার ১১৯ বায়ুমান নিয়ে ৮ম স্থানে ছিল ঢাকা।
১৮ ঘণ্টা আগেঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
১৯ ঘণ্টা আগেবিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় এশিয়া দ্বিগুণ গতিতে উষ্ণ হয়ে উঠছে। সম্প্রতি জলবায়ু ঝুঁকি সূচক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দশকে বন্যা, তাপপ্রবাহ ও খরার মতো চরম আবহাওয়া পরিস্থিতির কারণে এশিয়া অঞ্চলের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলার...
২ দিন আগে