Ajker Patrika

প্রয়োজনীয় সেবা

জীবনধারা ডেস্ক
প্রয়োজনীয় সেবা

ঢাকা: ঘূর্ণিঝড় চলাকালীন প্রয়োজনীয় সেবা পেতে যেসব নম্বরে ডায়াল করতে পারেন সেগুলো হলো–
আবহাওয়া সংক্রান্ত সেবা পেতে–৪৮১২২৪৯৬,৪৮১১৯৮৮২। আইভিআর–১০৯০। যে কোন মোবাইল ফোন থেকে ১০৯০ টোল ফ্রি নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমুদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা; ২ ডায়াল করলে নদী বন্দরসমূহের জন্য সতর্ক সংকেত; ৩ ডায়াল করলে দৈনন্দিন আবহাওয়া বার্তা; ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত; ৫ ডায়াল করলে দেশের বন্যা তথা বিভিন্ন নদ/নদীর পানি হ্রাস বৃদ্ধি অবস্থা সম্পর্কিত তথ্য অবহিত হওয়া যাবে।
জরুরি সেবা: ৯৯৯ নম্বরে ডায়াল করুন। পুলিশের অধীনে পরিচালিত জরুরি কল সেন্টার ৯৯৯  জরুরি সেবা দিয়ে থাকে। এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন।
নাগরিক সেবা–নাগরিক সেবা পেতে টেলিফোন ও বিদেশ থেকে ফোন করা যাবে ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে। শর্টকোড ৩৩৩ নম্বরেও কল করা যাবে। এখানে জাতীয় তথ্য বাতায়নের সকল ওয়েবসাইটের তথ্য, সকল সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য, বিভিন্ন জেলা ও উপজেলা সম্পর্কিত তথ্য, সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য ও সামাজিক সমস্যা প্রতিকারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নিকট অভিযোগ দাখিল সম্পর্কিত তথ্য দেওয়া হয়। স্বাস্থ্য এমনকি করোনা ভ্যাকসিন নিয়ে জানতে হলে ৩৩৩ এর পর ১ চাপলেই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত