শুটকি পল্লীতে সজল-সারিকার প্রেম
আজ ঈদের সপ্তম দিন রাত ১১টায় এনটিভিতে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ