Ajker Patrika

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবেন নতুন ৫০ নির্মাতা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবেন নতুন ৫০ নির্মাতা

গেল ঈদে অভিনেতা মনোজের সঙ্গে যৌথ এক আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীকে নির্মাতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। ‘৭ দুগুণে ১৪’ শিরোনামের প্রজেক্টটি প্রশংসা কুড়িয়েছে সবার। সেই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন আরও বড় পরিসরে। আগামী ঈদের আগ পর্যন্ত সারা বছর নতুন ৫০ জন নির্মাতাকে উপস্থাপন করতে চান তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণ হবে ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এই ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন ৫০ জন নতুন নির্মাতা। নতুন গল্প, নিজেদের কাজের অভিজ্ঞতাসহ আগ্রহী নির্মাতাদের যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন প্রযোজক। যোগাযোগের ই-মেইল ঠিকানা [email protected]। এ প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা কেবল শিল্পী সংকটেই ভুগছি না, নির্মাতা সংকটও বড় হয়ে দেখা দিচ্ছে। তাই নতুন নির্মাতা তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। মেধাবী অনেক তরুণ আছেন, যাঁরা সুযোগের অভাবে কাজ করতে পারছেন না। আমরা তাঁদের সুযোগ করে দিতে চাই।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত