মঞ্চ ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। লেখালেখি আর নির্মাণেও প্রশংসিত তিনি। সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় স্বীকৃতি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ‘মরীচিকা’য় অভিনয় করে আছেন আলোচনায়। আজকের পত্রিকার মুখোমুখি চুমকি।
আজকের পত্রিকা: ঈদ কেমন কাটল?
নাজনীন হাসান চুমকি: ঈদ মানেই তো রান্নাঘর সামলানো। ভালোই লাগে। কিন্তু ২০-২১ পদ রান্না করি, খাওয়ানোর মতো অতিথি নেই—এটাই দুঃখ লাগে। আমার রান্না করা খাবার কেউ তৃপ্তি নিয়ে খাচ্ছে, এটা আমার কাছে মঞ্চে অভিনয় করে দর্শকদের রি-অ্যাকশন দেখার মতোই আনন্দের।
আজকের পত্রিকা: ‘মরীচিকা’ ওয়েব সিরিজে আপনার অভিনয় প্রশংসিত হয়েছে…
চুমকি: ওটিটিতে তো এর আগে কাজ করিনি। এই প্রথম। ‘মরীচিকা’য় আমার চরিত্রের নাম জারা। ভদ্রমহিলা মডেলিং থেকে অবসর নিয়ে এখন মেয়েদের প্রশিক্ষণ দেন। সাধারণত মডেল ট্রেনার মানেই হালকা-পাতলা হবে। কিন্তু আমি তো বাল্কি, তাই না? পরিচালক শিহাব শাহীন আমার মতো একজনকে ভেবেছেন, যেটা কেউ চিন্তাই করতে পারত না হয়তো।
আজকের পত্রিকা: এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো রেফারেন্স ছিল কি?
চুমকি: কোনো রেফারেন্স ছিল না। শিহাব শাহীন আমাকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন। তার পরও আমার মনে হয়েছে, পরিচালকের অনেক নির্দেশনা আমি মিস করেছি। করে উঠতে পারিনি। করতে পারলে হয়তো চরিত্রটি আরও বেটার হতো।
আজকের পত্রিকা: কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
চুমকি: খুবই ভালো। প্রত্যেক আর্টিস্টের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। মাহি তো চিত্রনায়িকা, তাই না! আমি তো নাটকের মানুষ। কিন্তু এক সেকেন্ডের জন্যও আমার মনে হয়নি, মাহির সঙ্গে অভিনয় করতে অসুবিধা হচ্ছে। সিয়াম তো প্রতিটা দৃশ্যের আগে রিহার্সেল না করে ফ্লোরে যায়নি। সবাই খুব খেটেছে।
আজকের পত্রিকা: আপনি নিজেও পরিচালনা করতেন। অনেক দিন কিছু বানাচ্ছেন না। কারণ কী?
চুমকি: নাটক বানালে চ্যানেলে প্রচারের জন্য যে পরিমাণ কাঠখড় পোড়াতে হয়, আর লাখ লাখ টাকা প্রযোজকের কাছে আটকে থাকে; তাতে নির্দেশনা দেওয়ার ইচ্ছে মরে গেছে। নাটক প্রচার হবে মানের ওপর নির্ভর করে। তা কিন্তু হচ্ছে না। যে চ্যানেল আমার বানানো নাটক বাতিল করছে, সেই চ্যানেলই এমন কাজ প্রচার করছে, যেগুলো ‘বস্তাপচা’, ‘মানহীন’।
আজকের পত্রিকা: লকডাউনে তো সবাই একরকম ঘরবন্দী। আপনার পছন্দের কিছু সিনেমার নাম বলুন, যেগুলো এ সময় দর্শক দেখতে পারেন।
চুমকি: ‘পারস্যুট অব হ্যাপিনেস’, ‘লালা ল্যান্ড’, ‘ইন টাইম’, ‘নগরকীর্তন’, ‘বাড়িওয়ালী’, ‘পরমা’, ‘যুগান্ত’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘ইতি মৃণালিনী’, ‘পারমিতার একদিন’—আপাতত এগুলোর নামই মনে আসছে।
মঞ্চ ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। লেখালেখি আর নির্মাণেও প্রশংসিত তিনি। সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় স্বীকৃতি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ‘মরীচিকা’য় অভিনয় করে আছেন আলোচনায়। আজকের পত্রিকার মুখোমুখি চুমকি।
আজকের পত্রিকা: ঈদ কেমন কাটল?
নাজনীন হাসান চুমকি: ঈদ মানেই তো রান্নাঘর সামলানো। ভালোই লাগে। কিন্তু ২০-২১ পদ রান্না করি, খাওয়ানোর মতো অতিথি নেই—এটাই দুঃখ লাগে। আমার রান্না করা খাবার কেউ তৃপ্তি নিয়ে খাচ্ছে, এটা আমার কাছে মঞ্চে অভিনয় করে দর্শকদের রি-অ্যাকশন দেখার মতোই আনন্দের।
আজকের পত্রিকা: ‘মরীচিকা’ ওয়েব সিরিজে আপনার অভিনয় প্রশংসিত হয়েছে…
চুমকি: ওটিটিতে তো এর আগে কাজ করিনি। এই প্রথম। ‘মরীচিকা’য় আমার চরিত্রের নাম জারা। ভদ্রমহিলা মডেলিং থেকে অবসর নিয়ে এখন মেয়েদের প্রশিক্ষণ দেন। সাধারণত মডেল ট্রেনার মানেই হালকা-পাতলা হবে। কিন্তু আমি তো বাল্কি, তাই না? পরিচালক শিহাব শাহীন আমার মতো একজনকে ভেবেছেন, যেটা কেউ চিন্তাই করতে পারত না হয়তো।
আজকের পত্রিকা: এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো রেফারেন্স ছিল কি?
চুমকি: কোনো রেফারেন্স ছিল না। শিহাব শাহীন আমাকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন। তার পরও আমার মনে হয়েছে, পরিচালকের অনেক নির্দেশনা আমি মিস করেছি। করে উঠতে পারিনি। করতে পারলে হয়তো চরিত্রটি আরও বেটার হতো।
আজকের পত্রিকা: কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
চুমকি: খুবই ভালো। প্রত্যেক আর্টিস্টের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। মাহি তো চিত্রনায়িকা, তাই না! আমি তো নাটকের মানুষ। কিন্তু এক সেকেন্ডের জন্যও আমার মনে হয়নি, মাহির সঙ্গে অভিনয় করতে অসুবিধা হচ্ছে। সিয়াম তো প্রতিটা দৃশ্যের আগে রিহার্সেল না করে ফ্লোরে যায়নি। সবাই খুব খেটেছে।
আজকের পত্রিকা: আপনি নিজেও পরিচালনা করতেন। অনেক দিন কিছু বানাচ্ছেন না। কারণ কী?
চুমকি: নাটক বানালে চ্যানেলে প্রচারের জন্য যে পরিমাণ কাঠখড় পোড়াতে হয়, আর লাখ লাখ টাকা প্রযোজকের কাছে আটকে থাকে; তাতে নির্দেশনা দেওয়ার ইচ্ছে মরে গেছে। নাটক প্রচার হবে মানের ওপর নির্ভর করে। তা কিন্তু হচ্ছে না। যে চ্যানেল আমার বানানো নাটক বাতিল করছে, সেই চ্যানেলই এমন কাজ প্রচার করছে, যেগুলো ‘বস্তাপচা’, ‘মানহীন’।
আজকের পত্রিকা: লকডাউনে তো সবাই একরকম ঘরবন্দী। আপনার পছন্দের কিছু সিনেমার নাম বলুন, যেগুলো এ সময় দর্শক দেখতে পারেন।
চুমকি: ‘পারস্যুট অব হ্যাপিনেস’, ‘লালা ল্যান্ড’, ‘ইন টাইম’, ‘নগরকীর্তন’, ‘বাড়িওয়ালী’, ‘পরমা’, ‘যুগান্ত’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘ইতি মৃণালিনী’, ‘পারমিতার একদিন’—আপাতত এগুলোর নামই মনে আসছে।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে