Ajker Patrika

মোশাররফের নতুন উদ্যোগ

মোশাররফের নতুন উদ্যোগ

মঞ্চ, টিভি, সিনেমা, ওয়েব সিরিজ—মোশাররফ করিম যেখানেই পা রেখেছেন, পেয়েছেন সাফল্য। এ অভিনেতার প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’। গত মাসে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ প্রকাশের পর থেকে সিরিজটি নিয়ে আলোচনা চলছে এখনো। কলকাতার সিনেমা ‘ডিকশনারি’-তে অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। এই অভিনেতা এবার আসছেন নতুন এক উদ্যোগ নিয়ে।

‘টিভি গেট’ নামের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন তিনি। এ প্রতিষ্ঠান থেকে নিয়মিত বানানো হবে নাটক ও সিরিজ। একই নামে খুলেছেন ইউটিউব চ্যানেলও। নির্মিত কনটেন্টগুলো আপলোড করা হবে ‘টিভি গেট’ নামের সেই ইউটিউব চ্যানেলে। মোশাররফ করিমের এই নতুন যাত্রায় সঙ্গী হয়েছেন রোবেনা রেজা জুঁই। মোশাররফ করিমের জীবনসঙ্গী তিনি। অসংখ্য নাটকে টিভি পর্দায়ও কাজ করেছেন একসঙ্গে।

রোবেনা রেজা জুঁই বলেন, ‘ইউটিউব যেহেতু ওপেন প্ল্যাটফর্ম, সবাই সবার মতো করে বানাচ্ছে। যেগুলো দর্শকেরা পছন্দ করে বেশি, সেগুলোই বানানো হচ্ছে। তবে আমাদের ইচ্ছে, যে ধরনের প্রোডাকশন দর্শকেরা এখন পছন্দ করছেন, তেমন প্রোডাকশনই যে বানাতে হবে এমনটা ভাবছি না। দর্শকের রুচি পরিবর্তন করার দায়িত্বও তো আমাদের। তাই আমরা গুরুত্ব দিচ্ছি এমন প্রোডাকশনে, যেগুলো মানুষের ভাবনার পরিবর্তন আনতে সহায়ক হবে।’

মোশাররফ করিম‘টিভি গেট’ প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল বছরখানেক আগে। তবে লকডাউনের কবলে পড়ে থমকে যায় কনটেন্ট নির্মাণকাজ। মোশাররফ করিম বলেন, ‘আগেও বেশ কিছু প্রোডাকশন বানিয়েছি আমরা। এ চ্যানেলে যতগুলো নাটক আছে, সবগুলোই অন্য রকম। আমাদের চিন্তা হচ্ছে, ভালো নাটক। ভালো কাজ। সে রকম চিন্তা থেকেই, মান বজায় রেখে কাজগুলো করছি।’

প্রায় ১১ মাস পর নিজেদের প্রযোজনায় নতুন নাটক নিয়ে এসেছেন মোশাররফ-জুঁই দম্পতি। ২০ মিনিটের নাটক। নাম ‘স্যরি’। বানিয়েছেন আলম আনোয়ার। লিখেছেন শহীদুল্লাহ সবুজ। ‘স্যরি’ নাটকটি নিয়ে মোশাররফ করিম বলছেন, ‘স্যরিটা লকডাউনের মধ্যেই বানানো। একজনের কথা বলার ক্ষমতা নেই। আরেকজনের কথা বলার ক্ষমতা থাকা সত্ত্বেও কথা বলার উপায় নেই। এ রকম দুজন মানুষের যোগাযোগ হয়। আমাদের সোসাইটির যে অবস্থা, সোসাইটি তো অনেক কিছুই ঠিকভাবে নিতে পারে না। সহজ-সুন্দর সম্পর্ককেও মানুষ বিষাক্ত করে ফেলে। নাটকের নাম কেন স্যরি, সেটা গল্প দেখলেই বোঝা যাবে। বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন কিছু ঘটিয়ে ফেলি, সে জায়গা থেকে আমরা সবাই স্যরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত