ঊর্মিলা শ্রাবন্তী কর এমন একজন অভিনেত্রী, যাঁকে টিভি মিডিয়ার যেকোনো সংকটে-সুসংবাদে সবার আগে পাওয়া যায়। শিল্পীদের স্বার্থরক্ষায় সব সময়ই সরব তিনি। বছরজুড়ে টিভি পর্দায় অধিক উপস্থিতির প্রতিযোগিতায় থাকেন না ঊর্মিলা। গ্রামের চরিত্র, শহুরে প্রেমিকা, জীবন সংগ্রামে লড়াকু নারী—সব চরিত্রে সমান সাবলীল তিনি। চেষ্টা করেন ভালো গল্পের, ভালো নির্মাতার কাজের সঙ্গে থাকার। ভিউ আর ভাইরালের জোয়ারে গা না ভাসিয়ে ঊর্মিলা চেষ্টা করে যাচ্ছেন এমন কিছু করার, যেগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। মাহমুদ হাসান রানা পরিচালিত ‘রিমুর চিঠি’ টেলিফিল্মে দেখা গেছে ঊর্মিলাকে। চঞ্চল চৌধুরীর সঙ্গে এতে ঊর্মিলার অভিনয় প্রশংসিত হচ্ছে। সাইদুর রহমান রাসেলের ‘গলাবাজি’-তে অভিনয় করেছেন জাহিদ হাসানের সঙ্গে। ঈদ অনুষ্ঠানে প্রচার হয়েছে ঊর্মিলার আরও বেশ কিছু নাটক। বিভিন্ন চ্যানেলে চলছে ঊর্মিলা অভিনীত কয়েকটি ধারাবাহিক।
দেশে কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। টিভি ও সিনেমার অভিনয়শিল্পীরা ওটিটিতে হাজির হয়ে দেখাচ্ছেন একের পর এক চমক। তবে এখনো এ মাধ্যমে কাজ করা হয়নি ঊর্মিলার। প্রস্তাব এসেছে একাধিক। প্রতিবারই ‘না’ বলতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। কারণ, গল্প ঠিকঠাক মনে হয়নি তাঁর।
ঊর্মিলা বলেন, ‘ওটিটিতে কাজ করা শুরু করিনি এখনো। কয়েকটি কাজের ব্যাপারে কথা হয়েছে। শুরু করব হয়তো খুব তাড়াতাড়ি। ওটিটি এ দেশে বলতে গেলে নতুন মাধ্যমে। সেখানে এমন কিছু করতে চাই, যেটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ঊর্মিলা অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক কাজেও সরব। টিভি অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি। দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে।
ঊর্মিলা শ্রাবন্তী কর এমন একজন অভিনেত্রী, যাঁকে টিভি মিডিয়ার যেকোনো সংকটে-সুসংবাদে সবার আগে পাওয়া যায়। শিল্পীদের স্বার্থরক্ষায় সব সময়ই সরব তিনি। বছরজুড়ে টিভি পর্দায় অধিক উপস্থিতির প্রতিযোগিতায় থাকেন না ঊর্মিলা। গ্রামের চরিত্র, শহুরে প্রেমিকা, জীবন সংগ্রামে লড়াকু নারী—সব চরিত্রে সমান সাবলীল তিনি। চেষ্টা করেন ভালো গল্পের, ভালো নির্মাতার কাজের সঙ্গে থাকার। ভিউ আর ভাইরালের জোয়ারে গা না ভাসিয়ে ঊর্মিলা চেষ্টা করে যাচ্ছেন এমন কিছু করার, যেগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। মাহমুদ হাসান রানা পরিচালিত ‘রিমুর চিঠি’ টেলিফিল্মে দেখা গেছে ঊর্মিলাকে। চঞ্চল চৌধুরীর সঙ্গে এতে ঊর্মিলার অভিনয় প্রশংসিত হচ্ছে। সাইদুর রহমান রাসেলের ‘গলাবাজি’-তে অভিনয় করেছেন জাহিদ হাসানের সঙ্গে। ঈদ অনুষ্ঠানে প্রচার হয়েছে ঊর্মিলার আরও বেশ কিছু নাটক। বিভিন্ন চ্যানেলে চলছে ঊর্মিলা অভিনীত কয়েকটি ধারাবাহিক।
দেশে কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। টিভি ও সিনেমার অভিনয়শিল্পীরা ওটিটিতে হাজির হয়ে দেখাচ্ছেন একের পর এক চমক। তবে এখনো এ মাধ্যমে কাজ করা হয়নি ঊর্মিলার। প্রস্তাব এসেছে একাধিক। প্রতিবারই ‘না’ বলতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। কারণ, গল্প ঠিকঠাক মনে হয়নি তাঁর।
ঊর্মিলা বলেন, ‘ওটিটিতে কাজ করা শুরু করিনি এখনো। কয়েকটি কাজের ব্যাপারে কথা হয়েছে। শুরু করব হয়তো খুব তাড়াতাড়ি। ওটিটি এ দেশে বলতে গেলে নতুন মাধ্যমে। সেখানে এমন কিছু করতে চাই, যেটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ঊর্মিলা অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক কাজেও সরব। টিভি অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি। দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে।
তিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
৮ ঘণ্টা আগে২০১২ সালে অপূর্ব ও পড়শীর সঙ্গে ‘রিদম’ নামের নাটকে অভিনয় করেছিলেন প্রত্যয়। এরপর বিজ্ঞাপন ও গানের মডেল হলেও কোনো নাটকে দেখা যায়নি তাঁকে।
৯ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
১৪ ঘণ্টা আগেসোমবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা।
১৪ ঘণ্টা আগে