বিনোদন প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন ধরেই খবর ছড়িয়ে পড়েছে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২৪ ফেব্রুয়ারি প্রযোজক-নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে সারবেন বিয়ের আনুষ্ঠানিকতা। তাঁদের একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করলেও এখনো বিয়ে নিয়ে কথা বলেননি মেহজাবীন ও রাজীব। গতকাল মঙ্গলবার ‘নীল সুখ’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শোতে এসেছিলেন মেহজাবীন। আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হবে তাঁর কাছে। তাই প্রিমিয়ার শো শেষ করে কাউকে না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এ উপলক্ষে ওই দিন আয়োজন করা হয় সিনেমার প্রিমিয়ার শোয়ের। শো শুরুর আগে ‘নীল সুখ’ টিমের সঙ্গে কেক কাটেন মেহজাবীন। এরপর কথা বলেন সিনেমা নিয়ে। সে সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করতে চাইলে বিঞ্জ কর্তৃপক্ষ জানায়, শো শেষে কথা বলবেন মেহজাবীন। কিন্তু শো শেষে অন্য অভিনয়শিল্পীরা কথা বললেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরে বিঞ্জ জানায়, হঠাৎ অসুস্থবোধ করায় বাসায় চলে গেছেন তিনি।
বিঞ্জের কনটেন্ট হেড উম্মে খাইরুন সুইজি বলেন, মেহজাবীন সবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নইলে এই শোতে তিনি আসতেন না। কিন্তু অসুস্থতার কারণে তিনি চলে যান। এ কারণে সরি বলেছেন তিনি। জানিয়েছেন পরে সময় দেবেন।
শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মধুমতি মডেল টাউনে আয়োজন করা হয়েছে মেহজাবীনের গায়েহলুদের অনুষ্ঠান। পরদিন ২৪ ফেব্রুয়ারি একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন উপস্থিত থাকবেন মেহজাবীন ও আদনানের পরিবার ও কাছের মানুষেরা।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজিব। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তাঁরা। যদিও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাঁদের। বিভিন্ন উপলক্ষে একে অপরকে দিয়েছেন শুভেচ্ছাবার্তা। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কখনোই খোলাসা করেননি দুজনের কেউ।
কয়েক দিন ধরেই খবর ছড়িয়ে পড়েছে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২৪ ফেব্রুয়ারি প্রযোজক-নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে সারবেন বিয়ের আনুষ্ঠানিকতা। তাঁদের একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করলেও এখনো বিয়ে নিয়ে কথা বলেননি মেহজাবীন ও রাজীব। গতকাল মঙ্গলবার ‘নীল সুখ’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শোতে এসেছিলেন মেহজাবীন। আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হবে তাঁর কাছে। তাই প্রিমিয়ার শো শেষ করে কাউকে না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এ উপলক্ষে ওই দিন আয়োজন করা হয় সিনেমার প্রিমিয়ার শোয়ের। শো শুরুর আগে ‘নীল সুখ’ টিমের সঙ্গে কেক কাটেন মেহজাবীন। এরপর কথা বলেন সিনেমা নিয়ে। সে সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করতে চাইলে বিঞ্জ কর্তৃপক্ষ জানায়, শো শেষে কথা বলবেন মেহজাবীন। কিন্তু শো শেষে অন্য অভিনয়শিল্পীরা কথা বললেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরে বিঞ্জ জানায়, হঠাৎ অসুস্থবোধ করায় বাসায় চলে গেছেন তিনি।
বিঞ্জের কনটেন্ট হেড উম্মে খাইরুন সুইজি বলেন, মেহজাবীন সবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নইলে এই শোতে তিনি আসতেন না। কিন্তু অসুস্থতার কারণে তিনি চলে যান। এ কারণে সরি বলেছেন তিনি। জানিয়েছেন পরে সময় দেবেন।
শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মধুমতি মডেল টাউনে আয়োজন করা হয়েছে মেহজাবীনের গায়েহলুদের অনুষ্ঠান। পরদিন ২৪ ফেব্রুয়ারি একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন উপস্থিত থাকবেন মেহজাবীন ও আদনানের পরিবার ও কাছের মানুষেরা।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজিব। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তাঁরা। যদিও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাঁদের। বিভিন্ন উপলক্ষে একে অপরকে দিয়েছেন শুভেচ্ছাবার্তা। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কখনোই খোলাসা করেননি দুজনের কেউ।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
২৬ মিনিট আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৩০ মিনিট আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
১ ঘণ্টা আগে