Ajker Patrika

বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪০
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরেই খবর ছড়িয়ে পড়েছে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২৪ ফেব্রুয়ারি প্রযোজক-নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে সারবেন বিয়ের আনুষ্ঠানিকতা। তাঁদের একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করলেও এখনো বিয়ে নিয়ে কথা বলেননি মেহজাবীন ও রাজীব। গতকাল মঙ্গলবার ‘নীল সুখ’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শোতে এসেছিলেন মেহজাবীন। আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হবে তাঁর কাছে। তাই প্রিমিয়ার শো শেষ করে কাউকে না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এ উপলক্ষে ওই দিন আয়োজন করা হয় সিনেমার প্রিমিয়ার শোয়ের। শো শুরুর আগে ‘নীল সুখ’ টিমের সঙ্গে কেক কাটেন মেহজাবীন। এরপর কথা বলেন সিনেমা নিয়ে। সে সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করতে চাইলে বিঞ্জ কর্তৃপক্ষ জানায়, শো শেষে কথা বলবেন মেহজাবীন। কিন্তু শো শেষে অন্য অভিনয়শিল্পীরা কথা বললেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরে বিঞ্জ জানায়, হঠাৎ অসুস্থবোধ করায় বাসায় চলে গেছেন তিনি।

‘নীল সুখ’ ওয়েব ফিল্মের প্রিমিয়ারে মেহজাবীন। ছবি: সংগৃহীত
‘নীল সুখ’ ওয়েব ফিল্মের প্রিমিয়ারে মেহজাবীন। ছবি: সংগৃহীত

বিঞ্জের কনটেন্ট হেড উম্মে খাইরুন সুইজি বলেন, মেহজাবীন সবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নইলে এই শোতে তিনি আসতেন না। কিন্তু অসুস্থতার কারণে তিনি চলে যান। এ কারণে সরি বলেছেন তিনি। জানিয়েছেন পরে সময় দেবেন।

শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মধুমতি মডেল টাউনে আয়োজন করা হয়েছে মেহজাবীনের গায়েহলুদের অনুষ্ঠান। পরদিন ২৪ ফেব্রুয়ারি একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন উপস্থিত থাকবেন মেহজাবীন ও আদনানের পরিবার ও কাছের মানুষেরা।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজিব। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তাঁরা। যদিও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাঁদের। বিভিন্ন উপলক্ষে একে অপরকে দিয়েছেন শুভেচ্ছাবার্তা। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কখনোই খোলাসা করেননি দুজনের কেউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত