ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
বান্নাহ বলেন, ‘মুন্না ভাই “আশ্রয়” নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তাঁর। “মায়ের ডাক” নাটকটিও তাঁর গল্পে বানানো। করোনার কারণে গত বছর শুটিং হয়নি। এবার সব শিল্পীর শিডিউল মিলে যাওয়ায় টানা তিন দিনে কাজটি শেষ করলাম।’
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।
ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
বান্নাহ বলেন, ‘মুন্না ভাই “আশ্রয়” নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তাঁর। “মায়ের ডাক” নাটকটিও তাঁর গল্পে বানানো। করোনার কারণে গত বছর শুটিং হয়নি। এবার সব শিল্পীর শিডিউল মিলে যাওয়ায় টানা তিন দিনে কাজটি শেষ করলাম।’
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে