টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাজু মুনতাসির। টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজু মুনতাসির। টেলিপ্যাব নির্বাচন ২০২২-২৪ মেয়াদে নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২টি পদে জয় পেয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল।
ভোট গ্রহণের প্রায় ২৯ ঘণ্টা পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়েছেন। সভাপতি পদে পরাজিত প্রার্থী রোকেয়া প্রাচী পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির পেয়েছেন ১১৪ ভোট। সাজ্জাদ হোসেন দোদুল হেরে গেছেন ৯৭ ভোট পেয়ে।
বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে কাজী নয়ন, মিতু ও কাজী সাইফুল। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ও শহীদ আলমগীর। শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন।
আরও জিতেছেন ফকরুদ্দিন ছোটন সাংগঠনিক সম্পাদক, কে সি পাল অর্থ সম্পাদক, নাহিদ নিয়াজী রিপন দপ্তর সম্পাদক, এম এস কে সানজিদ খান প্রিন্স প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, অলোরা আফরিন আইনবিষয়ক সম্পাদক, জাকির খান ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, এস এম মাসুদ করিম (সুজন) আর্কাইভবিষয়ক সম্পাদক, এম রেজাউল করিম সজল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো. সায়েম মিয়া সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ ও মনির পারভেজ।
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাজু মুনতাসির। টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজু মুনতাসির। টেলিপ্যাব নির্বাচন ২০২২-২৪ মেয়াদে নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২টি পদে জয় পেয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল।
ভোট গ্রহণের প্রায় ২৯ ঘণ্টা পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়েছেন। সভাপতি পদে পরাজিত প্রার্থী রোকেয়া প্রাচী পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির পেয়েছেন ১১৪ ভোট। সাজ্জাদ হোসেন দোদুল হেরে গেছেন ৯৭ ভোট পেয়ে।
বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে কাজী নয়ন, মিতু ও কাজী সাইফুল। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ও শহীদ আলমগীর। শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন।
আরও জিতেছেন ফকরুদ্দিন ছোটন সাংগঠনিক সম্পাদক, কে সি পাল অর্থ সম্পাদক, নাহিদ নিয়াজী রিপন দপ্তর সম্পাদক, এম এস কে সানজিদ খান প্রিন্স প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, অলোরা আফরিন আইনবিষয়ক সম্পাদক, জাকির খান ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, এস এম মাসুদ করিম (সুজন) আর্কাইভবিষয়ক সম্পাদক, এম রেজাউল করিম সজল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো. সায়েম মিয়া সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ ও মনির পারভেজ।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে