বিনোদন ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত সেসব অনুষ্ঠান নিয়ে এই প্রতিবেদন।
বিটিভি
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ আয়োজনে থাকছে আলেখ্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বরচিত কবিতাপাঠের অনুষ্ঠান, কবিতা আবৃত্তি। রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ছবি কথা বলে’। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মহান মুক্তিযুদ্ধের গল্পে সাজানো হয়েছে নাটকটি। কাজী আসাদের রচনায় এটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয়ে কাজী আসাদ, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, সালাহ খানম নাদিয়া, সাব্বির আহমেদ, কবির আহমেদ, আবদুল আলিম ভিমটু, মনোয়ার হোসেন মিন্টু, তাহিয়া, মতিয়ার রহমান প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ‘শেষ প্রহর’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। গল্পে দেখা যাবে, আনুশকা কানাডা থেকে দেশে এসেছে পৈতৃক সম্পত্তি বিক্রির উদ্দেশ্যে। বাবার বন্ধু হায়াত আঙ্কেলের বাসায় উঠেছে। আনুশকার জমি বিক্রির কথা শুনে হায়াত আঙ্কেল দুঃখ পায়।
এদিকে হায়াত সাহেবের পরিবার সমস্যার মুখে পড়ে। স্থানীয় এক নেতা তার কিছু জমি কিনতে চায়। কিন্তু হায়াত সাহেব তার কাছে জমি বিক্রি করতে চায় না। কারণ, সেই নেতা মুক্তিযুদ্ধের সময় ছিল রাজাকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, আইশা খান, আবুল হায়াত প্রমুখ।
চ্যানেল আই
আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘স্মরণে বরণে বিজয় দিবস’। অনুষ্ঠানে থাকবে বিভিন্ন মঞ্চ পরিবেশনা এবং বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল। সকাল সাড়ে ৭টায় চ্যানেল আইয়ের পর্দায় রয়েছে ‘গান দিয়ে শুরু’। বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে তৌকীর আহমেদের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘অজ্ঞাতনামা’। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে সতীর্থ রহমানের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’। মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। রয়েছে বর্তমান সময়ের যোগসূত্রও। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তনয় বিশ্বাস, রোদেলা টাপুর, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে গাইবেন তিমির নন্দী, রুমানা ইসলাম, প্রিয়াংকা বিশ্বাস, রাজীব, ঝিলিক, শবনম প্রিয়াংকা, প্রিয়াংকা পিয়া, হৈমন্তী রক্ষিত। সকাল ১০টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’।
পরিচালনায় চাষী নজরুল ইসলাম। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, রাজীব প্রমুখ। বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে ‘বিজয়ে নজরুল’। বাঁশরী নিবেদিত ইঞ্জিনিয়ার ড. খালেকুজ্জামানের গ্রন্থনা ও পরিকল্পনায় উপস্থাপনা করেছেন ইওরেমা শাহের জাহান। গাইবেন নাদিয়া আফরিন শাওন, সংগীতা পাল, তাপসী রায়, কাকলী রায়, নিলুফা ইয়াসমিন নীলা প্রমুখ। আবৃত্তি করবেন টিটো মুন্সী। রাত ১০টায় রয়েছে নাটক ‘বীরাঙ্গনা’। শুদ্ধমান চৈতন্যের পরিচালনায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিক প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত সেসব অনুষ্ঠান নিয়ে এই প্রতিবেদন।
বিটিভি
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ আয়োজনে থাকছে আলেখ্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বরচিত কবিতাপাঠের অনুষ্ঠান, কবিতা আবৃত্তি। রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ছবি কথা বলে’। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মহান মুক্তিযুদ্ধের গল্পে সাজানো হয়েছে নাটকটি। কাজী আসাদের রচনায় এটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয়ে কাজী আসাদ, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, সালাহ খানম নাদিয়া, সাব্বির আহমেদ, কবির আহমেদ, আবদুল আলিম ভিমটু, মনোয়ার হোসেন মিন্টু, তাহিয়া, মতিয়ার রহমান প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ‘শেষ প্রহর’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। গল্পে দেখা যাবে, আনুশকা কানাডা থেকে দেশে এসেছে পৈতৃক সম্পত্তি বিক্রির উদ্দেশ্যে। বাবার বন্ধু হায়াত আঙ্কেলের বাসায় উঠেছে। আনুশকার জমি বিক্রির কথা শুনে হায়াত আঙ্কেল দুঃখ পায়।
এদিকে হায়াত সাহেবের পরিবার সমস্যার মুখে পড়ে। স্থানীয় এক নেতা তার কিছু জমি কিনতে চায়। কিন্তু হায়াত সাহেব তার কাছে জমি বিক্রি করতে চায় না। কারণ, সেই নেতা মুক্তিযুদ্ধের সময় ছিল রাজাকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, আইশা খান, আবুল হায়াত প্রমুখ।
চ্যানেল আই
আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘স্মরণে বরণে বিজয় দিবস’। অনুষ্ঠানে থাকবে বিভিন্ন মঞ্চ পরিবেশনা এবং বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল। সকাল সাড়ে ৭টায় চ্যানেল আইয়ের পর্দায় রয়েছে ‘গান দিয়ে শুরু’। বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে তৌকীর আহমেদের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘অজ্ঞাতনামা’। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে সতীর্থ রহমানের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’। মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। রয়েছে বর্তমান সময়ের যোগসূত্রও। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তনয় বিশ্বাস, রোদেলা টাপুর, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে গাইবেন তিমির নন্দী, রুমানা ইসলাম, প্রিয়াংকা বিশ্বাস, রাজীব, ঝিলিক, শবনম প্রিয়াংকা, প্রিয়াংকা পিয়া, হৈমন্তী রক্ষিত। সকাল ১০টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’।
পরিচালনায় চাষী নজরুল ইসলাম। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, রাজীব প্রমুখ। বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে ‘বিজয়ে নজরুল’। বাঁশরী নিবেদিত ইঞ্জিনিয়ার ড. খালেকুজ্জামানের গ্রন্থনা ও পরিকল্পনায় উপস্থাপনা করেছেন ইওরেমা শাহের জাহান। গাইবেন নাদিয়া আফরিন শাওন, সংগীতা পাল, তাপসী রায়, কাকলী রায়, নিলুফা ইয়াসমিন নীলা প্রমুখ। আবৃত্তি করবেন টিটো মুন্সী। রাত ১০টায় রয়েছে নাটক ‘বীরাঙ্গনা’। শুদ্ধমান চৈতন্যের পরিচালনায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিক প্রমুখ।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে