Ajker Patrika

নতুন অভিনয়শিল্পীর খোঁজে ‘দীপ্ত স্টার হান্ট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২০: ৫৫
সংবাদ সম্মেলনে কথা বলছেন তারিক আনাম খান। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীরা পাবেন দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড় পর্দায় কাজের সুযোগ।

গতকাল দীপ্ত টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপ্ত স্টার হান্ট রিয়েলিটি শো নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানিয়েছেন, ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৭ জানুয়ারি থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে। এই লিংক থেকে আয়োজনে অংশ নিতে ইচ্ছুকেরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই আয়োজনে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান। তাঁর সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীন।

দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতার আয়োজক ও বিচারকেরা। ছবি: সংগৃহীত
দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতার আয়োজক ও বিচারকেরা। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা, তারিক আনাম খান, শিহাব শাহীন, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রজেক্টের সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত