Ajker Patrika

ফারিণের লজিং মাস্টার ফারহান!

ফারিণের লজিং মাস্টার ফারহান!

তাসনিয়া ফারিণদের বাসায় লজিং মাস্টার হিসেবে থাকেন মুশফিক আর ফারহান। দুই বোনকে পড়াশুনা করান মুশফিক। একটা সময় ফারিণ প্রেমে পড়েন তাঁর গৃহশিক্ষকের। কিন্তু গরীব ঘরের ফারহান উচ্চবিত্ত ফারিণের প্রেমের প্রস্তাবে সায় দেয় না। কারণ সামাজিক বাস্তবতা।

‘লাস্ট লাভ’ নাটকের দৃশ্য। ছবি: সিএমভিএমনই এক শিক্ষক ও ছাত্রীর প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘লাস্ট লাভ’। সৌরভ ইশতিয়াকের কাহিনি নিয়ে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এ নাটকে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন হাসিব আর নীলা চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ। আর ফারিণের বাবার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।

নির্মাতা মাহিন বলেন, ‘লাস্ট লাভ নাটকটির গল্পে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়ালের বাস্তবতা। যে দেয়ালের কারণে দুটো প্রাণের মানুষ বারবার মুখোমুখি হয়েও এক হতে পারে না। বেঁচে থাকে না-পাওয়ার বেদনা বুকে চেপে।’

‘লাস্ট লাভ’ নাটকের দৃশ্য। ছবি: সিএমভি‘লাস্ট লাভ’ নাটকটির শেষভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিণের। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাস্ট লাভ’ উন্মুক্ত হবে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত