আগামীকাল (২ সেপ্টেম্বর) বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি তার তৃতীয় বিয়ে। পাত্রী শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। শাম্মার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়ই।
এদিকে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির এক স্ট্যাটাসের মাধ্যমে সামনে চলে এলো অপূর্বর পরকীয়ার বিষয়টি, যা নতুন করে এ অভিনেতাকে সমালোচনায় ফেলে দিলো।
২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছর দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ঠিক কি কারণে এই বিচ্ছেদ ঘটে তার হদিশ মেলেনি। দীর্ঘ দিন কেটে গেলেও বিয়েবিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেননি অপূর্ব কিংবা নাজিয়া। তবে অপূর্বর বিয়ের খবর প্রকাশ পেতেই অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া তার ফেসবুকে আজ বিকালে একটি স্ট্যাটাস দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তাতে লিখেছেন-‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’
এতে কারো নাম উল্লেখ করেননি নাজিয়া। ঠিক কাকে উদ্দেশ্য করে এই শুভেচ্ছা বার্তা দিলেন তাও প্রশ্নবিদ্ধ! তবে নেটিজেনদের ভাষ্য-‘এটি অপূর্বকে উদ্দেশ্য করেই লিখেছেন নাজিয়া।’
যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এটুকু তথ্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ হবু স্ত্রী শাম্মার কারণেই নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়েছে বলে মনে করছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথাও উঠেছে। নাজিয়া স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন প্রায় পাঁচ শত। যদিও সেই স্ট্যাটাসটি পরবর্তীতে ডিলেট বা গোপন করে রেখেছেন, যার কারণে এখন দেখা যাচ্ছে না।
এ নিয়ে নাজিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।
আগামীকাল (২ সেপ্টেম্বর) বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি তার তৃতীয় বিয়ে। পাত্রী শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। শাম্মার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়ই।
এদিকে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির এক স্ট্যাটাসের মাধ্যমে সামনে চলে এলো অপূর্বর পরকীয়ার বিষয়টি, যা নতুন করে এ অভিনেতাকে সমালোচনায় ফেলে দিলো।
২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছর দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ঠিক কি কারণে এই বিচ্ছেদ ঘটে তার হদিশ মেলেনি। দীর্ঘ দিন কেটে গেলেও বিয়েবিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেননি অপূর্ব কিংবা নাজিয়া। তবে অপূর্বর বিয়ের খবর প্রকাশ পেতেই অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া তার ফেসবুকে আজ বিকালে একটি স্ট্যাটাস দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তাতে লিখেছেন-‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’
এতে কারো নাম উল্লেখ করেননি নাজিয়া। ঠিক কাকে উদ্দেশ্য করে এই শুভেচ্ছা বার্তা দিলেন তাও প্রশ্নবিদ্ধ! তবে নেটিজেনদের ভাষ্য-‘এটি অপূর্বকে উদ্দেশ্য করেই লিখেছেন নাজিয়া।’
যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এটুকু তথ্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ হবু স্ত্রী শাম্মার কারণেই নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়েছে বলে মনে করছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথাও উঠেছে। নাজিয়া স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন প্রায় পাঁচ শত। যদিও সেই স্ট্যাটাসটি পরবর্তীতে ডিলেট বা গোপন করে রেখেছেন, যার কারণে এখন দেখা যাচ্ছে না।
এ নিয়ে নাজিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৮ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৮ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৮ ঘণ্টা আগে