মীর রাকিব হাসান
তানিম রহমান অংশুর ‘লাশে গেলাম ফেঁসে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রশংসিত হয়েছে। লোভী ডাক্তারদের কদর্য রূপ দেখানো হলো আর সাক্ষী হয়ে ফেঁসে গেলেন এক নবীন চিকিৎসক। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে নবীন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন চমক। এই ঈদে ‘এক ভাই চম্পা’, ‘নটি কিউটি’, ‘দ্য রেস’, ‘হানিমুন লকডাউন’, ‘রকিং রিংকু’, ‘টু ইন ওয়ান’ নাটকগুলোতেও অভিনয় করেছেন চমক।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। নানা সুযোগের হাতছানি উপেক্ষা করে চালিয়ে গেছেন লেখাপড়া। মা–বাবার সাধ, মেয়ে মনোযোগ দিয়ে পড়বে। চমক পড়েছেন। একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন সম্প্রতি। এবার নিজের সাধ, অভিনয়ের পেছনে সময় দিতে চান এই তরুণী।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় রানারআপ হওয়ার পর একসঙ্গে তিনটি ছবির প্রস্তাব পেয়েছিলেন চমক। টিভি নাটকে অভিনয়ের প্রস্তাবও এসেছিল। তখন করেননি বটে, কিন্তু এখন আর সেসব প্রস্তাব হাতছাড়া করবেন না বলে ঠিক করেছেন। গত ঈদুল আজহার পর থেকে তিনি নাটকে কাজ শুরু করেন। এখন পরিবারেরও কোনো আপত্তি নেই।
সামনে ‘হায়দার’ নামে একটি ওয়েব সিরিজ আসছে। শিগগিরই সেটি প্রচার শুরু হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। এই ওয়েব সিরিজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। বিকল্প ধারার ছবিতে অভিনয়ের ইচ্ছা চমকের। ভালোভাবে প্রস্তুতি নিয়ে কাজ করতে চান বাণিজ্যিক ঘরানার ছবিতেও। এখন তিনি করছেন ধারাবাহিক নাটক ‘হাউস নম্বর-৯৬’-এর কাজ।
ভাগ্যবান বলা যায় তাঁকে। এই সময়ের জনপ্রিয় পরিচালকদের সঙ্গে অল্প সময়েই কাজের সুযোগ হয়েছে। ‘কথা হবে তো’, ‘ইতি তোমারি ঢাকা’, ‘তোমার পাশে হাঁটতে দিও’, ‘একদিন বৃষ্টিতে বিকেলে’, ‘বিলাপ’ এবং এই ঈদে ‘চরের মাস্টার’ তাঁর আলোচিত কাজ। ‘চরের মাস্টার’ টেলিফিল্মটিতে আসলে চর অঞ্চলের চিত্র তুলে ধরা হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করে শফিক নিজের চিরচেনা শহর ও প্রিয় মানুষগুলোকে ছেড়ে বেছে নেয় চরের জীবন। শফিক মাস্টারের চরিত্রে খায়রুল বাশারের অভিনয় প্রশংসিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়াশোনা করেছেন খায়রুল বাশার। অভিনয়ের শুরুটা ২০১১ সালে মূকাভিনয় দিয়ে। আলোচনায় এসেছেন ক্লোজআপ কাছে আসার গল্প ‘তোমার পাশে হাঁটতে দিও’ নাটকে অভিনয় করে। নাটক, শর্টফিল্মের পর চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন।
বাসার বলেন, ‘দেশ ও দেশের বাইরেও আমরা মূকাভিনয় নিয়ে ছুটেছি। আমি ২০১৭ সাল পর্যন্ত খুব সক্রিয় ছিলাম মূকাভিনয়ে। ২০১১ থেকে ২০১৭ সালের এই সময়টাতে আমরা প্রায় ৪০০ শো করেছি (স্ট্রিট শো ও স্টেজ শো মিলিয়ে)। মূকাভিনয় দল নিয়ে দেশের বাইরেও গিয়েছি। সেখান থেকেও পুরস্কার নিয়ে ফিরেছি, প্রশংসা কুড়িয়েছি। মূলত মঞ্চে উঠে প্রতি মুহূর্তে মূকাভিনয়ের ইল্যুশন তৈরি করে যাওয়ার চেষ্টা এবং দর্শকের মুগ্ধতা দেখেই মনে হলো, আমি এটাই করতে চাই। ধীরে ধীরে আমার বিশ্বাস হতে শুরু করল যে আমি অভিনেতা। ইদানীং ভিজ্যুয়াল অ্যাক্টিংয়ে ব্যস্ততার কারণে সেদিকে এতটা সময় দেওয়া যাচ্ছে না।’
ঈদে শাফায়েত মনসুর রানার ‘চা খাবেন?’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন। দুঃখজনক বিষয় হচ্ছে, তাঁকে প্রধান চরিত্রে খুব কম দেখা যায়। ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাঁকে প্রধান চরিত্রের বা তাঁকে ঘিরে গল্প আবর্তিত হয় এমন নাটকে দেখা যায় না, গেলেও খুব কম।
অনেকেই তাঁর ছোট চরিত্রগুলো দেখে মনে করেন প্রধান চরিত্রে সুযোগ দেওয়া উচিত। অবশ্যই ভালো করবে এবং ভবিষ্যতে অনেক দূর যাওয়ার মতো প্রতিভা আছে।
বাবা মা ফখরুল বাশার ও মিলি বাশার টেলিভিশনের পরিচিত মুখ। দুজনেই ছিলেন থিয়েটারকর্মী। ঢাকা থিয়েটার করতেন। বদরুল আনাম সৌদের পরিচালনায় ধারাবাহিক ‘এলেবেলে’তে নাজিবার প্রথম অভিনয়। একই পরিচালকের ‘পিঞ্জর’ নামে আরেকটি ধারাবাহিকে কাজ করেন তিনি। সেই নাটকে তাঁর ‘পরী’ চরিত্রটা মনে ধরে যায়। এই চরিত্রই তাঁকে প্রথম অভিনয়ের প্রতি কৌতূহলী করে তোলে।
এরপর কাজ করে ফেলেন সাত–আটটি বিজ্ঞাপনচিত্রে। সৌদের ‘গহীন বালুচর’ ছবিতে নাজিবা বাশার কাজ করেন নৃত্য পরিচালক হিসেবে। অভিনয়শিল্পী হিসেবে পাঁচটি ছবিতে কাজ করেছেন— ‘যদি একদিন’, ‘বেঙ্গলি বিউটি’, ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘রূপসা নদীর বাঁকে’তে। শেষ ছবিটি এখনো মুক্তি পায়নি। শুটিং চলছে ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও। অভিনয়টাকে এখনো পেশা হিসেবে নেননি। সাংবাদিকতা করছেন ডেইলি স্টারে।
আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদির’ এ ‘মন্টু’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সোহেল মণ্ডল। চঞ্চল চৌধুরীর সঙ্গে সমান তালে তাঁর অভিনয় প্রশংসিত হয় সব মহলে। ১৩ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। ‘মুসাফির’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘আয়নাবাজি’ সিনেমাগুলোতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। সেই সুবাদে এবারের ঈদে দুইটি টেলিফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। দুই কাজেই বাজিমাত করেছেন।
এই ঈদে বঙ্গ বব-এর ‘আলিবাবা ও চালিচার’ টেলিফিল্মেও তাঁর চরিত্রটি শেষে আকর্ষণীয় হয়ে ওঠে এবং টুইস্ট ছিল। শাফায়েত মনসুর রানার ‘টিকটক’ শর্টফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে পেশাদারিত্ব আছে। মঞ্চ থেকে আসা তো তাই অভিনয়টা ধারণ করতে পারেন। সামনে ‘হাওয়া’ ও ‘মায়ার জঞ্জাল’ নামে দুটি সিনেমা আসছে। ২০০৯ থেকে প্রাচ্যনাটের সদস্য। প্রাচ্যনাটের প্রযোজনায় ‘বন মানুষ’, ‘রাজা এবং অন্যান্য’, ‘কইন্যা’, ‘গন্ডার’–এ কাজ করেছেন।
বর্তমানে পেশাদার ভিডিও সম্পাদনার কাজ করছেন। অমিতাভ রেজার ‘ঢাকা মেট্রো’র কালার তাঁর করা। এ ছাড়া নিয়মিত বিজ্ঞাপনের কাজও করছেন।
সোহেল বলেন, ‘অভিনয়ে নিয়মিত হচ্ছিলাম না, কারণটা অর্থনৈতিক। যতক্ষণ পর্যন্ত না অভিনয় থেকে অর্থনৈতিকভাবে সফলতা না আসছে ততক্ষণ পর্যন্ত এ কাজটা করে যেতে হবে। প্রত্যেক অভিনেতার বাসনা থেকে দর্শক যেন তাঁকে গ্রহণ করে। আমার ১৩ থেকে ১৪ বছরের জার্নি। এটা নিয়ে আমার আফসোস নেই। বিশ্বাস করতাম আমি যদি ভালো কাজ করি, আমার কাছে যদি ভালো কাজের সুযোগ আসে এবং যদি সে সুযোগটাকে ঠিকঠাকমতো কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই দর্শক সেটা দেখবে এবং গ্রহণ করবে। আর গ্রহণ করলেই আমি হয়তো সাহসটা পাব এবং স্বপ্নটা দেখতে পারব হয়তো।’
তানিম রহমান অংশুর ‘লাশে গেলাম ফেঁসে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রশংসিত হয়েছে। লোভী ডাক্তারদের কদর্য রূপ দেখানো হলো আর সাক্ষী হয়ে ফেঁসে গেলেন এক নবীন চিকিৎসক। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে নবীন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন চমক। এই ঈদে ‘এক ভাই চম্পা’, ‘নটি কিউটি’, ‘দ্য রেস’, ‘হানিমুন লকডাউন’, ‘রকিং রিংকু’, ‘টু ইন ওয়ান’ নাটকগুলোতেও অভিনয় করেছেন চমক।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। নানা সুযোগের হাতছানি উপেক্ষা করে চালিয়ে গেছেন লেখাপড়া। মা–বাবার সাধ, মেয়ে মনোযোগ দিয়ে পড়বে। চমক পড়েছেন। একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন সম্প্রতি। এবার নিজের সাধ, অভিনয়ের পেছনে সময় দিতে চান এই তরুণী।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় রানারআপ হওয়ার পর একসঙ্গে তিনটি ছবির প্রস্তাব পেয়েছিলেন চমক। টিভি নাটকে অভিনয়ের প্রস্তাবও এসেছিল। তখন করেননি বটে, কিন্তু এখন আর সেসব প্রস্তাব হাতছাড়া করবেন না বলে ঠিক করেছেন। গত ঈদুল আজহার পর থেকে তিনি নাটকে কাজ শুরু করেন। এখন পরিবারেরও কোনো আপত্তি নেই।
সামনে ‘হায়দার’ নামে একটি ওয়েব সিরিজ আসছে। শিগগিরই সেটি প্রচার শুরু হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। এই ওয়েব সিরিজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। বিকল্প ধারার ছবিতে অভিনয়ের ইচ্ছা চমকের। ভালোভাবে প্রস্তুতি নিয়ে কাজ করতে চান বাণিজ্যিক ঘরানার ছবিতেও। এখন তিনি করছেন ধারাবাহিক নাটক ‘হাউস নম্বর-৯৬’-এর কাজ।
ভাগ্যবান বলা যায় তাঁকে। এই সময়ের জনপ্রিয় পরিচালকদের সঙ্গে অল্প সময়েই কাজের সুযোগ হয়েছে। ‘কথা হবে তো’, ‘ইতি তোমারি ঢাকা’, ‘তোমার পাশে হাঁটতে দিও’, ‘একদিন বৃষ্টিতে বিকেলে’, ‘বিলাপ’ এবং এই ঈদে ‘চরের মাস্টার’ তাঁর আলোচিত কাজ। ‘চরের মাস্টার’ টেলিফিল্মটিতে আসলে চর অঞ্চলের চিত্র তুলে ধরা হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করে শফিক নিজের চিরচেনা শহর ও প্রিয় মানুষগুলোকে ছেড়ে বেছে নেয় চরের জীবন। শফিক মাস্টারের চরিত্রে খায়রুল বাশারের অভিনয় প্রশংসিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়াশোনা করেছেন খায়রুল বাশার। অভিনয়ের শুরুটা ২০১১ সালে মূকাভিনয় দিয়ে। আলোচনায় এসেছেন ক্লোজআপ কাছে আসার গল্প ‘তোমার পাশে হাঁটতে দিও’ নাটকে অভিনয় করে। নাটক, শর্টফিল্মের পর চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন।
বাসার বলেন, ‘দেশ ও দেশের বাইরেও আমরা মূকাভিনয় নিয়ে ছুটেছি। আমি ২০১৭ সাল পর্যন্ত খুব সক্রিয় ছিলাম মূকাভিনয়ে। ২০১১ থেকে ২০১৭ সালের এই সময়টাতে আমরা প্রায় ৪০০ শো করেছি (স্ট্রিট শো ও স্টেজ শো মিলিয়ে)। মূকাভিনয় দল নিয়ে দেশের বাইরেও গিয়েছি। সেখান থেকেও পুরস্কার নিয়ে ফিরেছি, প্রশংসা কুড়িয়েছি। মূলত মঞ্চে উঠে প্রতি মুহূর্তে মূকাভিনয়ের ইল্যুশন তৈরি করে যাওয়ার চেষ্টা এবং দর্শকের মুগ্ধতা দেখেই মনে হলো, আমি এটাই করতে চাই। ধীরে ধীরে আমার বিশ্বাস হতে শুরু করল যে আমি অভিনেতা। ইদানীং ভিজ্যুয়াল অ্যাক্টিংয়ে ব্যস্ততার কারণে সেদিকে এতটা সময় দেওয়া যাচ্ছে না।’
ঈদে শাফায়েত মনসুর রানার ‘চা খাবেন?’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন। দুঃখজনক বিষয় হচ্ছে, তাঁকে প্রধান চরিত্রে খুব কম দেখা যায়। ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাঁকে প্রধান চরিত্রের বা তাঁকে ঘিরে গল্প আবর্তিত হয় এমন নাটকে দেখা যায় না, গেলেও খুব কম।
অনেকেই তাঁর ছোট চরিত্রগুলো দেখে মনে করেন প্রধান চরিত্রে সুযোগ দেওয়া উচিত। অবশ্যই ভালো করবে এবং ভবিষ্যতে অনেক দূর যাওয়ার মতো প্রতিভা আছে।
বাবা মা ফখরুল বাশার ও মিলি বাশার টেলিভিশনের পরিচিত মুখ। দুজনেই ছিলেন থিয়েটারকর্মী। ঢাকা থিয়েটার করতেন। বদরুল আনাম সৌদের পরিচালনায় ধারাবাহিক ‘এলেবেলে’তে নাজিবার প্রথম অভিনয়। একই পরিচালকের ‘পিঞ্জর’ নামে আরেকটি ধারাবাহিকে কাজ করেন তিনি। সেই নাটকে তাঁর ‘পরী’ চরিত্রটা মনে ধরে যায়। এই চরিত্রই তাঁকে প্রথম অভিনয়ের প্রতি কৌতূহলী করে তোলে।
এরপর কাজ করে ফেলেন সাত–আটটি বিজ্ঞাপনচিত্রে। সৌদের ‘গহীন বালুচর’ ছবিতে নাজিবা বাশার কাজ করেন নৃত্য পরিচালক হিসেবে। অভিনয়শিল্পী হিসেবে পাঁচটি ছবিতে কাজ করেছেন— ‘যদি একদিন’, ‘বেঙ্গলি বিউটি’, ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘রূপসা নদীর বাঁকে’তে। শেষ ছবিটি এখনো মুক্তি পায়নি। শুটিং চলছে ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও। অভিনয়টাকে এখনো পেশা হিসেবে নেননি। সাংবাদিকতা করছেন ডেইলি স্টারে।
আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদির’ এ ‘মন্টু’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সোহেল মণ্ডল। চঞ্চল চৌধুরীর সঙ্গে সমান তালে তাঁর অভিনয় প্রশংসিত হয় সব মহলে। ১৩ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। ‘মুসাফির’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘আয়নাবাজি’ সিনেমাগুলোতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। সেই সুবাদে এবারের ঈদে দুইটি টেলিফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। দুই কাজেই বাজিমাত করেছেন।
এই ঈদে বঙ্গ বব-এর ‘আলিবাবা ও চালিচার’ টেলিফিল্মেও তাঁর চরিত্রটি শেষে আকর্ষণীয় হয়ে ওঠে এবং টুইস্ট ছিল। শাফায়েত মনসুর রানার ‘টিকটক’ শর্টফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে পেশাদারিত্ব আছে। মঞ্চ থেকে আসা তো তাই অভিনয়টা ধারণ করতে পারেন। সামনে ‘হাওয়া’ ও ‘মায়ার জঞ্জাল’ নামে দুটি সিনেমা আসছে। ২০০৯ থেকে প্রাচ্যনাটের সদস্য। প্রাচ্যনাটের প্রযোজনায় ‘বন মানুষ’, ‘রাজা এবং অন্যান্য’, ‘কইন্যা’, ‘গন্ডার’–এ কাজ করেছেন।
বর্তমানে পেশাদার ভিডিও সম্পাদনার কাজ করছেন। অমিতাভ রেজার ‘ঢাকা মেট্রো’র কালার তাঁর করা। এ ছাড়া নিয়মিত বিজ্ঞাপনের কাজও করছেন।
সোহেল বলেন, ‘অভিনয়ে নিয়মিত হচ্ছিলাম না, কারণটা অর্থনৈতিক। যতক্ষণ পর্যন্ত না অভিনয় থেকে অর্থনৈতিকভাবে সফলতা না আসছে ততক্ষণ পর্যন্ত এ কাজটা করে যেতে হবে। প্রত্যেক অভিনেতার বাসনা থেকে দর্শক যেন তাঁকে গ্রহণ করে। আমার ১৩ থেকে ১৪ বছরের জার্নি। এটা নিয়ে আমার আফসোস নেই। বিশ্বাস করতাম আমি যদি ভালো কাজ করি, আমার কাছে যদি ভালো কাজের সুযোগ আসে এবং যদি সে সুযোগটাকে ঠিকঠাকমতো কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই দর্শক সেটা দেখবে এবং গ্রহণ করবে। আর গ্রহণ করলেই আমি হয়তো সাহসটা পাব এবং স্বপ্নটা দেখতে পারব হয়তো।’
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে