বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। আজ ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর একটি পর্বে অভিনয় করেছেন তিনি। ‘টেক অফ’ শিরোনামের শর্টফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তামিম মৃধা। উর্বী জানান, তাঁর কাছে ভালোবাসা মানে অনুভূতি।
প্রিয়ন্তী উর্বী ‘মিস ফেইস অব বিউটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৯’-এর বিজয়ী। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাঁর অভিনীত অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’, যার একটি পর্বের নাম ছিল ‘কোথায় পালাবে বলো রূপবান’। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এই সময়ের এক নারীর লড়াইয়ের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছিল পর্বটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন উর্বী। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হয় তাঁর। এরপর বিভিন্ন সিরিজ ও টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি।
উর্বী বলেন, ‘আমার কাছে ভালোবাসা জিনিসটা একটা অনুভূতি। এটা যে শুধু বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গেই হতে হয়, ব্যাপারটি আমার কাছে তা মনে হয় না।’
ভালোবাসা দিবসে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই আছেন প্রিয়ন্তী উর্বী। তাই আপাতত এই ভালোবাসা দিবসে তাঁর মিস করার মানুষ নেই বলে জানান।
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। আজ ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর একটি পর্বে অভিনয় করেছেন তিনি। ‘টেক অফ’ শিরোনামের শর্টফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তামিম মৃধা। উর্বী জানান, তাঁর কাছে ভালোবাসা মানে অনুভূতি।
প্রিয়ন্তী উর্বী ‘মিস ফেইস অব বিউটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৯’-এর বিজয়ী। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাঁর অভিনীত অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’, যার একটি পর্বের নাম ছিল ‘কোথায় পালাবে বলো রূপবান’। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এই সময়ের এক নারীর লড়াইয়ের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছিল পর্বটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন উর্বী। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হয় তাঁর। এরপর বিভিন্ন সিরিজ ও টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি।
উর্বী বলেন, ‘আমার কাছে ভালোবাসা জিনিসটা একটা অনুভূতি। এটা যে শুধু বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গেই হতে হয়, ব্যাপারটি আমার কাছে তা মনে হয় না।’
ভালোবাসা দিবসে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই আছেন প্রিয়ন্তী উর্বী। তাই আপাতত এই ভালোবাসা দিবসে তাঁর মিস করার মানুষ নেই বলে জানান।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে