শিহাব শাহীনের একটি নাটকে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি গেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এবার তাঁর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। এনএইচটি মিউজিক বক্স সিজনের ওয়ানে মম গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানটি।
রবীন্দ্রসংগীতটি নতুন করে সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। গত এপ্রিলে গানটিতে কণ্ঠ দিয়েছেন মম। নির্মিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন ভিডিও। গত মাসে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর হয়নি। অবশেষে আগামী সপ্তাহে এনএইচটি মিউজিক বক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে মমর গাওয়া গানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক আহমেদ রাজীব।
গান গাওয়া প্রসঙ্গে মম বলেন, ‘সবাই আমাকে চেনে অভিনয়শিল্পী হিসেবে। এবার দর্শকের সামনে গান নিয়ে আসছি। গান গাওয়া আমার জন্য ভীষণ কষ্টের কাজ। চেষ্টা করেছি কষ্টসাধ্য এই কাজটি করার। আমার চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেটা বলবে দর্শক। যাঁর জন্য এটা হয়েছে, তিনি হলেন আহমেদ রাজীব।’
সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘এক আড্ডায় মমর কণ্ঠে তোমার খোলা হাওয়ায় গানটি শোনার পর খুব ভালো লাগে। এরপর মমকে গানটি রেকর্ড করার কথা বলি। পেশাদার শিল্পী না হলেও সে খুব ভালো গেয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
এনএইচটি মিউজিক বক্স সিজন ওয়ানে থাকছে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গান। মমর রবীন্দ্রসংগীতটি ছাড়া বাকি সব গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছয়টি গান। সর্বশেষ প্রকাশিত ‘আমি ভুল করে যাব’ শিরোনামের গানটি গেয়েছেন শফিক তুহিন।
শিহাব শাহীনের একটি নাটকে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি গেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এবার তাঁর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। এনএইচটি মিউজিক বক্স সিজনের ওয়ানে মম গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানটি।
রবীন্দ্রসংগীতটি নতুন করে সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। গত এপ্রিলে গানটিতে কণ্ঠ দিয়েছেন মম। নির্মিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন ভিডিও। গত মাসে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর হয়নি। অবশেষে আগামী সপ্তাহে এনএইচটি মিউজিক বক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে মমর গাওয়া গানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক আহমেদ রাজীব।
গান গাওয়া প্রসঙ্গে মম বলেন, ‘সবাই আমাকে চেনে অভিনয়শিল্পী হিসেবে। এবার দর্শকের সামনে গান নিয়ে আসছি। গান গাওয়া আমার জন্য ভীষণ কষ্টের কাজ। চেষ্টা করেছি কষ্টসাধ্য এই কাজটি করার। আমার চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেটা বলবে দর্শক। যাঁর জন্য এটা হয়েছে, তিনি হলেন আহমেদ রাজীব।’
সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘এক আড্ডায় মমর কণ্ঠে তোমার খোলা হাওয়ায় গানটি শোনার পর খুব ভালো লাগে। এরপর মমকে গানটি রেকর্ড করার কথা বলি। পেশাদার শিল্পী না হলেও সে খুব ভালো গেয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
এনএইচটি মিউজিক বক্স সিজন ওয়ানে থাকছে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গান। মমর রবীন্দ্রসংগীতটি ছাড়া বাকি সব গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছয়টি গান। সর্বশেষ প্রকাশিত ‘আমি ভুল করে যাব’ শিরোনামের গানটি গেয়েছেন শফিক তুহিন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে